পরিবার মানেই জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান
পরিবার
হ্যা পরিবার, পরিবার ছোট একটা শব্দ হলেও এর গভীরতা অনেক।একজন শিশুর জন্ম হওয়ার পর তার প্রথম শিক্ষক তার মা হলেও, সেই কাতারেই থাকে পরিবার। পরিবার থেকে শিশু শিক্ষা গ্রহণ করে।পরিবারের মানুষ জন তার সাথে যেমন আচারণ করবে। বড় হয়ে ঠিক তেমন আচারণ সেই শিশুও করবে এটাই স্বাভাবিক।তার পরিবার যেমন শিক্ষা দিবে সে ঠিক তেমন শিক্ষাই পাবে। একজন শিশুর বিকাশ কালে যদি তাকে ঝারি দেওয়া হয় তাহলে সে তার সমস্যার কথা বলতে ভয় পাবে। তাই কোনো শিশু কখনো উচ্চ শরে কথা বলা যাবে না। ুমন কিছু করা যাবে না যা তার মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। তাই আসুন আমরা সবাই সচেতন হই,এবং নিজেদের বাচ্চা কে শুরু থেকেি সুশিক্ষাই শিক্ষিত করে গড়ে তুলি।
ভালো থাকবেন?