সাউথ কোরিয়ার মতো বাংলাদেশের ইয়াং জেনারেশন এর জন্য তিন মাসের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা হোক

এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেন, আলেমও হবে পাশাপাশি সে পাইলটও হবে,ডাক্তার হবে,ইঞ্জিনিয়ার হবে🥰 সব মিলে আলেম হওয়ার পাশাপাশি সে সব পেশায় কাজ করবে, এতে দেখবেন একদিন আমাদের দেশে আর অন্যায় কাজ বলতে কিছুই নাই, কারণ তাদের ইসলাম সম্পর্কে কুরআন সম্পর্কে জ্ঞান থাকবে, তাতে দেখবেন আমাদের দেশে অন্যায় কাজ খারাপ কাজ অনেকটা কমে গেছে।
সুন্দর একটা দেশেই ত চায় আমরা🤲

ব্যক্তিগত মতামত:
ট্রাফিক বিভাগ ঢেলে সাজানোর সময় স্টুডেন্টদের এড করা যায়, ৪/৬ ঘন্টা পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায়। এটা করলে ট্রাফিক বিভাগে দুর্নীতি যেমন অনেকটাই কমে আসবে, সাথে সাথে স্টুডেন্টদের আয়ের ব্যবস্থা হবে। ওরা দেশের জন্য যা করেন এতটুকু তাদের জন্য করতেই পারি।

কাল চিটাগং এর অনেক গুলো রোডে গেলাম।ছাত্র ছাত্রী রা এতো সুন্দর ভাবে মনোযোগ দিয়ে ট্রাফিক এর দায়িত্ব পালন করছে যে আসল ট্রাফিক দেও আমি কখনো এভাবে কররে দেখি নাই।চিটাগং এ তো ট্রাফিক দেখি ই না আমি।বাজার গুলোতে এভাবে তদারকি করে দাম নির্ধারণ করে দিচ্ছে তারা।সত্যি স্যালুট তোমাদের।এএখনো বাচ্চা গুলোর মাঝে একটু হলেও নৈতিকতা বেচে আছে।

image

DC hill gate, Chittagong

image

If "গাছ লাগানোর মানুষ কম থাকলেও, গাছের ফল খাওয়ার মানুষ এর কমতি থাকেনা।" had a face

image

আসসালামু আলাইকুম, বীর চট্রলাবাসী
একটা গ্রুপে একজনের পোস্ট দেখলাম বহদ্দারহাট থেকে টানেল পযর্ন্ত এই অবস্থা। তাই আমরা উদ্যোগ নিলাম যতদিন লাগে আমরা এই পোস্টার গুলো সরিয়ে একটি রঙিন শহর উপর দেওয়ার চেষ্টা করবো।
আমার চট্টগ্রাম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আজ শুক্রবার থেকে আপনারা যারা পারবেন নিজ নিজ উদ্যোগে সবাই মিলে এর কাজ শুরু করে দিবেন। চুরি, কাচি ইত্যাদি যাবতীয় যা যা দরকার তা নিয়ে প্রস্তুত হয়ে থাকবেন।১ম দিন ২টি দলে বিভক্ত হয়ে ; একদল ট্রাফিক সামলাবে এবং অন্য দল পরিষ্কার করার কাজে থাকবে। প্রথম দিন যা পারবো তা পরিষ্কার করে ২য় দিন ৩টি দলে বিভক্ত হয়ে ; বাকি ২টির সাথে ৩য় দল রঙ নিয়ে প্রস্তুত হবে। এভাবেই আমরা এই কাজের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো। আপনাদের সাথে দেখা হবে ইন শা'ল্লাহ।
সমন্বয়ক
Thee Nwrz
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম

image

image

image