মৃত্যুর পর প্রথমে যে জিনিষট কাজে লাগবেঃ চার কালিমা
কালেমায়ে তাইয়্যেবা- ১.লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কালেমায়ে শাহাদাত-
২. আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলি
কালেমায়ে তাওহীদ-
৩. লা-ইলা-হা ইল্লা আন্তা ওয়াহিদাল্লা-ছা- নিয় কা মুহাম্মাদুর্ রাসূলুল্লা-হি ইমা-মুল্ মুত্তাক্বী-না রাসূলূ রবিল আ-লামী-ন।
কালেমায়ে তামজীদ-
Share ৪.লা-ইলা-হা ইল্লা আন্তা নূরাইইয়াহদিয়াল্লা-হু লিন্রিহী মাইঁয়্যাশা-উ মোহাম্মদুর রাসুলু ল্লাহি,
ইমামুল মুরছালিনা খ্যাতামুন নাবিয়্যানা।
হে রব্বুল আলামীন আল্লাহ
হয়তো আমার বাক্যগুলো এলোমেলো। হয়তো নিজের চাওয়াটুকু বোঝাবার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ। হতে পারে আমার চিন্তাগুলোও বিচ্ছিন্ন।
কিন্তু মালিক, আপনি তো অন্তরের ভাষাও বুঝেন। মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয়, হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায়- এসবের কোনোকিছুই আপনার অজানা নেই।
আমি শব্দের অভাবে, বাক্য-বিন্যাসের অপটুতায়, চিন্তার অসামঞ্জস্যতায় যা বলতে পারছি না,, - তা আপনি ইতোমধ্যেই জানেন। সুতরাং- আমার ব্যর্থতাকে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করে, আমার অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন।
অর্থ ব্যয় না করেই সাদাকাহ দেয়ার সওয়াব যে ১৫ টি কাজেঃ
১) একবার সুবহানাল্লাহ বলা একটি সদাকাহ।
২) একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকাহ। ৩) একবার আল্লাহু আকবার বলা একটি সদাকাহ।
৪) একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকাহ।
৫) একটি ভাল কাজের আদেশ করা একটি সাদাকাহ।
৬) একটি খারাপ কাজে বারণ করা একটি সাদাকাহ।
৭) মুসলিম ভাইকে দেখে মুচকি হাসি দেয়া একটি সাদাকাহ।
৮) নিজ হাতে লাগানো গাছের পাতা, ফল কোন প্রাণীতে খাওয়া একটি সাদাকাহ।
৯) কাউকে একটি বোঝা তার বাহনে তুলে দিতে সহযোগিতা করা একটি সদাকাহ।
১০) কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে সহযোগিতা করা একটি সদাকাহ।
১১) স্ত্রীর সাথে নিজের দৈহিক চাহিদা পূরণ করা একটি সাদাকাহ।
১২) বিবাদমান দু'ব্যক্তির মাঝে সুবিচার করা একটি
সাদাকাহ।
১৩) একটি উত্তম কথা একটি সাদাকাহ।
১৪) সালাতের জন্যে মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ
টি সদাকাহ।
(১৫)রাস্তা থেকে একটি কষ্টকর বস্তুকে সরিয়ে ফেলা
সদাকাহ।
উবাদাহ বিন ছামেত (রাঃ) থেকে বর্ণিতঃ
হযরত মোহাম্মদ সাঃ বলেছেন
তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও,
আমি তোমাদের জন জাহান্নামে যামিন হব
(১)তোমরা যখন কথাবার্তা বল, তখন সত্য বলবে।
(২) যখন ওয়াদা কর, তা পূর্ণ করবে
(৩) নিজেদের লজ্জাস্থানকে হেফাযত করবে।
(৪) স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখবে এবং
(৫) স্বীয় হস্তকে (অন্যায় কাজ হতে) বিরত রাখবে'
৬) যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, তা আদায় করবে।
আহমাদ, বায়হাক্বী, মিশকাত হা/৪৮৭০, সনদ হাসান)
JHuma771
Delete Comment
Are you sure that you want to delete this comment ?