Like comments share my ids

Hi all

🔰দোয়া কবুলের ১৫টি আমল:

**দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়।
**তিরমিযী: ৩৫০৫
***হাদিসের মান: সহীহ"

*-* সুবাহানাল্লাহ (১০ বার),আলহামদুলিল্লাহ (১০ বার), আল্লাহু আকবার (১০ বার) বলে দোয়া করলে দোয়া কবুল হয়।
**নাসায়ী: ১২৯৯
***হাদিসের মান: সহিহ"

**আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়।
**আবু দাউদ: ৫২১
***হাদিসের মান: সহিহ"

** রাসূলুল্লাহ সাঃ বলেছেন:
একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুআ করলে তা কবুল হয়। তার মাথার নিকটে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করে তখন নিয়োজিত ফেরেশতা বলে থাকে "আমীন এবং তোমার জন্যও অবিকল তাই"
**মুসলিম: ২৭৩৩
***হাদিসের মান: সহিহ"

** আল্লাহর মহান নাম (ইসমে আযম) উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয়।
**ইবনে মাজাহ: ৩৮৫৬
***হাদিসের মান: হাসান"

** মাযলুমের দোয়া কবুল হয়।
**তিরমিজী: ৩৪৪৮
***হাদিসের মান: হাসান"
** রোযাদার যতক্ষণ না ইফতার করে ততক্ষণ তার দোয়া কবুল করা হয়।
**ইবনে মাজাহ: ১৭৫২
***হাদিসের মান: হাসান"

** মুসাফিরের দোয়া কবুল হয়।
**তিরমিজী: ৩৪৪৮
***হাদিসের মান: হাসান"

** সন্তানের জন্য তার পিতার দোয়া কবুল হয়।
**তিরমিজী: ৩৪৪৮
***হাদিসের মান: হাসান"

** সিজদায় দোয়া করলে তা কবুল হয়।
**নাসায়ী: ১০৪৬
***হাদিসের মান: সহিহ"
**একে অপরের সাথে যুদ্ধ করার সময় দোয়া কবুল হয়।
**আবু দাউদ: ২৫৪০
***হাদিসের মান: সহিহ"

** বৃষ্টির সময় দোয়া করলে তা কবুল হয়।
**আবু দাউদ: ২৫৪০
***হাদিসের মান: সহিহ"
**শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়।
**বুখারী: ১১৪৫
***হাদিসের মান: সহিহ"

**ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়।
**ইবনে মাজাহ: ১৭৫২
***হাদিসের মান: হাসান"

**জুমার দিনের ১২ ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোন মুসলিম আল্লাহর নিকট যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন। রাসূল সাঃ মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান করতে বলেছেন।
দাউদ: ১০৪৮
***হাদিসের মান: সহীহ"

image

- আলহামদুলিল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল হয়.🤲🏻

বৃষ্টির সময় যে দোয়া পড়লে মনের আশা পূরণ হয়। দোয়াটি হলো-

— اللّهُمَّ صَيِّـباً نافِـعاً

উচ্চারণ: আল্লাহুম্মা ছায়্যিবান নাফিয়া।

অর্থ: ‘হে আল্লাহ! এমন বৃষ্টি আমাদের ওপর বর্ষণ করুন যাতে ঢল, ধস বা আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই।’ (বুখারি: ১০৩২)।

যখনই বৃষ্টি শুরু হয় তখনই দোয়া করা উচিত। কারণ বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। এই সময় দোয়া করাও সুন্নত। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদ শরিফের ২৫৪০ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হজরত সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, দুই সময়ের দোয়া কখনো ফেরত দেয়া হয় না।
#আমিন

image
Akhi Akter Mim created a new article
5 d

বিরাজবৌ ১৫তম খন্ড | ##

বিরাজবৌ ১৫তম খন্ড

বিরাজবৌ ১৫তম খন্ড

সেদিন অপরাহ্নে যে স্ত্রীলোকটি বিরাজের শিয়রে বসিয়াছিল, তাহাকে জিজ্ঞাসা করিয়া বিরাজ জানিল, সে হুগলির হাসপাতাল?
Akhi Akter Mim created a new article
5 d

পিচ্চি | ##

পিচ্চি

পিচ্চি

আর কে ডাকবে আমায় পিচ্চি বলে।
পিচ্চি তো পিচ্চিই বলবে না কেউ আমায়?
Akhi Akter Mim created a new article
5 d

নিঃস্বঙ্গতার ১০০ বছর | ##

নিঃস্বঙ্গতার ১০০ বছর

নিঃস্বঙ্গতার ১০০ বছর

তোমায় খোজে খোজে একশো বছর মনে হচ্ছে পার করিয়া ফেলেছি।
Md Hasib Mi changed his profile picture
5 d

image

তুমি বলছো ব্রেকআপের চেয়ে কষ্ট আর নেই💔
কিন্তু আমি বলি 🥺

সবচেয়ে ভালো বন্ধুটার সাথে কথা না বলতে পারা টা সবচেয়ে বেশি কষ্টের😣
চাইলে না সব কিছু সবার সাথে শেয়ার করা যায় না❌

মন খারাপ হলে সব সময় সবাইকে বলা যায় না 😫
দিন শেষে সবাই ব্যস্ত 😥
Plzzz প্রেমটা না হলো সমস্যা নাই😝

তবে plzzz আবার ফিরে আয় তকে ছাড়া সত্যিই বড্ড বেশি অসহায় আমি🥺🥺
১বছর জেনো খুব কষ্টের মাঝে কাটলো আমি জানি তুই এখন ও আমাকে ভালবাসিস হয়তো প্রতি দিন অফিস শেষে আমার আইডি দেখিস সব বাদ চল নতুন করে আবার পথ চলি😍

তোর সাথে প্রতিটা ঘুড়তে যাওয়ার জায়গা খুব বেশি মিস করি 😎
তুই আমার প্রথম বন্ধু যার সাথে এতো দিনের পরিচয় কখনো ঝগড়া হয় নাই🥳

এখন কি তোর মন খারাপ হয় না, যখন মিথ্যা বলে ছিলাম মাগুরা একবারে চলে যাবো তখন তোর কি চিন্তা ছিলো কিভাবে দেখা হবে😘

আয় না গল্প টা প্রেম দিয়ে না হোক বন্ধুত্ব দিয়ে আবার শুরু করি।

ভালো থাকুক সে সব ব্যক্তিগন😊
যারা ভালোবাসি বলে ও..😍
হিংসায় জর্জরিত আমাকে নিয়ে 😞