ভালোবাসায় ব্যর্থ হবার পরে অনেককেই বলতে শুনি জীবনে বেঁচে থাকার কারন শেষ। বিশ্বাসের জায়গাগুলো শেষ।মান অভিমান,অনুভূতির স্থান গুলো যান্ত্রিকতায় ছেয়ে গেছে।একসময় আমিও এর বেতিক্রম ছিলাম না।জীবনে হয়ত হতাশা আর শুধু রাশি রাশি আক্ষেপই বাকি ছিলো।

ভালোবাসা,বিশ্বাস, প্রেম,অভিমান,অভিযোগ, অভিনয় এসবকিছু কখনোই একটা জায়গা বা একটি মানুষের জন্য সীমাবদ্ধ থাকে না।সময়ের সাথে অনুভূতির রদবদল ঘটে।যদি পালাবদল নাই হতো তবে কেউ আবার পুনরায় ভালোবাসতে পারতো না।বিশ্বাসের জায়গাটা নতুন করে উন্মোচিত হত না।অভিমান গুলো পুনরায় নতুন আমেজে সাজতো না।

একটি ভুল সিদ্ধান্ত কখনোই জীবনের ইতি টানে না।অনুভূতির মৃত্যু ঘটায় না।প্রেম,ভালোবাসা,বিশ্বাসের মতো এসকল গুরুত্বপূর্ণ অনুভূতি বিধাতা কখনো আমাদের সীমিত করে দেন নি।আমরা ঠুনকো আর সস্তা আবেগের ভীড়ে এসবকে খুব সীমিত করে ফেলি জন্য আমাদের কাছে এসব ঘোলাটে হয়ে যায়।

প্রকৃতপক্ষে আমরা সকলেই আবার পুনরজ্জীবিত হয়ে নতুন আমেজে ফিরে আসি।আমাদের ভেতরকার ক্ষত নতুন কারো কড়া নাড়ার সাথে সাথে ঘুচতে শুরু করে।সঠিক মানুষের অপেক্ষায় অপেক্ষাকাতর হয়ে পরে।আমাদের বিশ্বাস আবারও দৃঢ় হয়।সীমাবদ্ধতা ছাড়িয়ে অসীমের চাদর জড়িয়ে আমরা আবারো উন্মুক্ত আকাশে ডানা মেলি।

জীবন সুন্দর।এক জীবনকে এতটা তুচ্ছ করে দেখার সুযোগে এর সৌন্দর্য উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করা নিছক বোকামি ছাড়া কিছুই নয়।

নিজেকে ভালোবাসতে শিখুন।
জীবন সত্যিই সুন্দর

image

আমাদের যেদিন শেষবারের মতো দেখা হলো,
সেদিন বুঝেছিলাম দীর্ঘশ্বাসের চেয়ে ভারী কিছু এই পৃথিবীতে নেই;

আমাদের যেদিন শেষবার কথা হয়,
সেদিন বুঝেছিলাম চুপ করে থাকা কতোটা কষ্টের।

শেষবার যেদিন দুজন দুজনকে ছুঁয়েছিলাম,
সেদিন বুঝেছিলাম আগুন কতোটা পোড়ায়;

শেষবার যেদিন দুজন মুখ ফিরিয়ে চলে গিয়েছিলাম,
সেদিন বুঝেছিলাম প্রস্থান কতোটা কঠিন।

-শেষবার

image

মুখের হাসি দিয়ে সব কিছু বুঝিয়ে দেব🙂
হোক সেটা প্রতিবাদ অথবা সম্মতি😔
-প্রতিবাদ করলে শত্রু বাড়ে।🤔

মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, তার প্রতিষ্ঠিত গল্পকে ভালোবাসে, তারচেয়ে জঘ'ন্য ব্যপার সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। পৃথিবীর প্রায় সবাই নিজের ষোলআনা বুঝা মানুষ।

যেখানে সফলতার গন্ধ আছে, যেখানে প্রতিষ্ঠিতর গন্ধ আছে, সেখানেই ভীড় জমায়। আর সেটাকে আত্মীয়তা, র'ক্তের টান, বন্ধুত্ব কিংবা ভালোবাসা বলে চালিয়ে দেয়।

Hamster kombet listing on september 26

image
Nobin Ahmed changed his profile picture
6 d

image

সন্তান হয়েছে বলে কি শখ মিটে গেছে? না-কি সন্তান হয়েছে বলে সমস্ত শখ বিসর্জন দিতে হবে?
এ সমাজে কোনো বাবা/মা যদি সন্তানকে রেখে অন্তত দশ মিনিট আলাদা থাকেন, তবে তার দিকে ছুঁড়ে দেওয়া হয় হাজারটা প্রশ্ন। তারা হয়ে উঠেন অযোগ্য বাবা-মা। " সারাক্ষণ বাচ্চার দেখাশোনা করতে না পারলে বাচ্চা নিলো কেন? "

অথচ, সন্তান ব্যতিতও যে নিজেদের একটি চমৎকার মূহুর্ত দরকার, সেটা অনেকে বুঝতে চায় না। সন্তান হওয়ার পরেও পার্টনারের সাথে কোনো এক গোধূলিলগ্নে আড্ডা জমাতে ইচ্ছে করে। একসাথে চাঁদ দেখা, কিংবা চাঁদনি রাতে হাতে হাত রেখে হাঁটার তীব্র ইচ্ছে জাগে। কিংবা কিছুক্ষণ একে-অপরের দিকে অপলকভাবে তাকানোর ব্যাকুলতা জাগে।

এ সমাজে সন্তান হওয়ার পর ধরে বেঁধে দেওয়া হয় একগাদা নিয়ম। সন্তানের পিছনে ছুটে পার্টনারের একে-অপরের জন্য আর সময় হয়ে উঠে না। সমস্ত আয়োজন, মূহুর্ত, সুখ-শান্তি এমনকি নিজেকে ভেঙ্গে সবটুকু পরিশ্রম হয় সেই সন্তানের ক্ষেত্রে৷
একটা সময় পর এটা স্বাভাবিক হয়ে উঠে। ধীরে ধীরে সংকোচবোধের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।

এ জন্য মানুষ এখন বিয়ে করতে ভয় পায়। বিয়ের পর বাচ্চার নাম শুনলে আতঙ্ক কাজ করে। অথচ, সেই সন্তানকে নিয়েও কিন্তু দারুণ মূহুর্ত তৈরী করা যায়।

সমাজের টিপ্পনি এড়িয়ে চলে মাঝে মাঝে একে-অপরের সাথেও সময় কাটাবেন। দিনের মাত্র কিছু মূহুর্ত ব্যয় হলে সন্তানের ভাগ কমবে না। সন্তান হয়েছে বলে নিজেদের মধ্যে কোনোভাবেও দূরত্ব তৈরী করবেন না। সন্তানরাও কখনো বাবা-মাকে আলাদা দেখতে চায় না।

মন কখনো বুড়িয়ে যায় না। আমরাই বুড়িয়ে যাই। সন্তান হওয়ার পর নিজেদেরকে ভেঙ্গে ফেলে বলি, " আর কী-ই বা চাওয়ার আছে? " অথচ, তবুও মনের কোণে জমে থাকে একরাশ দীর্ঘশ্বাস।

সন্তান বড় হোক৷ বাবা-মাকে একসাথে দেখে বড় হোক৷ সে শিখুক, জানুক এবং ইতিবাচক চিন্তাধারার হোক। পৃথিবীর সমস্ত প্রেম-ভালোবাসা নিয়ে সে বেড়ে উঠুক। মনে সংকীর্ণতা নিয়ে নয়।

Akhi Akter Mim created a new article
6 d

বড়দিদি ৬ষ্ঠ পরিচ্ছেদ | ##

বড়দিদি ৬ষ্ঠ পরিচ্ছেদ

কফি হাউজের সেই আড্ডা আজ আর নেই!
ব্যস্ত শহরে হারিয়ে গেছে সোনালী বিকেল,আজ আর নেই..🙂💔

#coffee

image
Salma Akter created a new article
6 d

আচার রেসিপি | ##

আচার রেসিপি

আচার রেসিপি

আচার খেতে কোন মেয়ে পিছিয়ে নেই। সব মেয়েরা কম বেশি আচার পছন্দ করে।