# অসহায় মা
প্রখ্যাত এক কার্টুনিস্ট ইসমাইল লাহারির আঁকা এ ছবিটি ক'দিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াতে দেখেছি। শুধু একটি কার্টুন ছবির মাধ্যমে তিনি যেন একজন অসহায় মায়ের সামনে তার সন্তানদের মোবাইলের চোরাবালিতে ডুবে যেতে দেখিয়েছেন। আমি নিজেও মনে করি আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সামনে মোবাইল, নেট... একটা সামাজিক সমস্যা।

লেখা পড়ার বাইরে যেটুকু সময় তারা পায় মোবাইলে ডুবে থাকে। এর ক্ষতিকর দিক বাবা মা'রা বোঝেন না এমন নয়। কিন্তু তারা যেন অসহায়। একজন শিক্ষক হিসাবে এমন অভিজ্ঞতাও হয়েছে অভিভাবক আমাদের অনুরোধ করছেন তার ছেলেমেয়ে যেন মোবাইল ব্যবহার না করে সেটা একটু বুঝিয়ে বলতে। তারা বাবা মা হয়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে শিক্ষকের শরণাপন্ন হচ্ছেন! এটা অসহয়তা নয়।

আমাদের ছোটবেলায় যখন মোবাইল স্বপ্নেও ছিল না, তখন পড়ার বাইরে আমাদের খেলা ছিল। আর ছিল গল্পের বই পড়া। আমি ক্লাসে যারা ভালো রেজাল্ট করে তাদেরও জিজ্ঞাসা করে দেখেছি, পড়ার বই এর বাইরে কোন বই তারা পড়ে না। চাঁদের পাহাড়, সবুজ দ্বিপের রাজা, ফেলুদা, ব্যোমকেশ ছাড়াই, শুধু মোবাইলকে সঙ্গী করে স্কুল জীবন পেরিয়ে কলেজে পৌঁছে গেল।

পৌঁছে গেল, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে গেল। সে ফাঁকটা সব থেকে বেশি বুঝতে পারছেন একজন মা। তিনি যেন ডুবতে দেখছেন সন্তানদের কিন্তু তিনি যেন অসহায়।

এই অসহয়তা থেকে মুক্তির উপায় আমার জানা নেই। কিন্তু ভাবতে হবে সবাইকে।

image

image
ALHAQ SARDER added new photos to digital logo
1 w

image

আসহাবে কাহাফের যুবকদের সাথে থাকা 'কুকুর' থেকে দশটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিচে তুলে ধরা হলো :

১। আসহাবে কাহাফের গুহার বাইরে কুকুরের অবস্থান থেকে শিক্ষা হচ্ছে, কুকুরের ছবি হোক কিংবা জীবিত কুকুর হোক তাকে ঘরে রাখা যাবে না। এছাড়া, রাসূল (সাঃ) বলেছেন, যে ঘরে কুকুরের ছবি থাকে সে ঘরে (রহমতের) ফেরেশতারা প্রবেশ করেন না। ফলে ঘরে রহমতের ফেরেশতাদের অবস্থান চাইলে আমরা যেন কোনোভাবেই কুকুরের ছবিও ঘরের মধ্যে না রাখি।

২। তাফসীর থেকে জানা যায়, সেই যুবকদের মধ্যে একজনের পালিত একটি কুকুর ছিল।যদিও সে কুকুরটিকে সাথে নিতে চায় নি তবুও কুকুরটি তাদের পেছনে পেছনে ছুটেছে। এর মানে হচ্ছে কুকুরটি তার মালিকের দুর্দিনে মালিকের পাশে থেকে মালিকের প্রতি কৃতজ্ঞ আচরণ করলো। এখান থেকে শিক্ষা হচ্ছে, একটি কুকুর যদি তার মালিকের প্রতি কৃতজ্ঞ আচরণ করতে পারে তবে আমরা আল্লাহর এত এত নিয়ামত পেয়েও কি আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর সাথে কৃতজ্ঞ আচরণ করছি?

৩। মানুষের কাছে নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিচিত সামান্য একটি কুকুর যদি তাওহীদবাদী মানুষের পক্ষ অবলম্বন করতে পারে তবে মানুষ কীভাবে কুফরীর পক্ষে থাকতে পারে?

৪। একটি অবলা কুকুরও যদি আল্লাহ পাককে চিনতে পারে, আল্লাহর একত্ববাদ বুঝতে পারে, মানুষ কীভাবে বিবেকসম্পন্ন হওয়ার পরও এমনকি তার হাতে দলিল-প্রমাণ থাকার পরও আল্লাহকে চিনতে পারে না, তাঁর একত্ববাদ বুঝতে পারে না?

৫। অবুঝ একটি কুকুর যদি শিরকী পরিবেশ বর্জন করতে পারে তবে মানুষ কীভাবে বুঝবান হয়েও শিরকী কাজে যুক্ত হতে পারে? কীভাবে অমুসলিমদের ধর্মীয় উৎসবের মতো শিরকী অনুষ্ঠানে অনায়াসে যোগদান করে আনন্দ ফূর্তি করতে পারে?

৬। একটি কুকুর যদি নিকৃষ্ট প্রাণী হিসেবে পরিচিত থাকার পরও ভালো মানুষকে চিনতে পারে, ভালো মানুষের সোহবতে যেতে পারে, আল্লাহওয়ালাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে তবে মানুষ কীভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার পরও ভালো মানুষদের চিনতে পারে না, আল্লাহওয়ালাদের সোহবতে যেতে পারে না? কীভাবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না?

৭। একটি কুকুর যদি আল্লাহওয়ালাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে তবে মানুষ কীভাবে আল্লাহওয়ালাদের আতঙ্কের ও নিরাপত্তাহীনতার কারণ হয়?

৮। নগন্য একটি কুকুর যদি আল্লাহওয়ালাদের সম্মান করতে জানে তবে মানুষ কীভাবে মর্যাদাবান হওয়ার পরও তাদেরকে অসম্মান করতে পারে, তাদের যথাযথ সম্মান দিতে না পারে?

৯। আল্লাহওয়ালাদের সাথে যারা চলাফেরা করেন, সোহবতে থাকেন তাদের সম্মান আল্লাহ তা'য়ালা আল্লাহওয়ালাদের খাতিরে আরও বাড়িয়ে দেন। আসহাবে কাহাফের ঈমানদীপ্ত যুবকদের সাথে সামান্য একটি কুকুর থাকার জন্য আল্লাহ তা'য়ালা সেই কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীর কথা কুরআনে উল্লেখ করে তার মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানআল্লাহ। এখন যদি আল্লাহর ঈমানদার বান্দাদের সাথে থাকার কারণে সাধারণ একটি কুকুরের এই অবস্থা হয় তাহলে মানুষের ক্ষেত্রে মর্যাদা কোন লেভেলের হবে তা কি আমরা একটুও ভাবছি?

১০। আসহাবে কাহাফের ঘটনায় চার-চারবার কুকুরের কথা উল্লেখ থেকে বোঝা যায়, সত্যবিমুখ ও দ্বীনের শত্রুদের তুলনায় সত্য দ্বীনের সাহায্য এগিয়ে আসা কুকুরও অনেক উত্তম।

|| সূরা আল কাহাফে 'কুকুর' চরিত্র থেকে দশটি শিক্ষা ||


#সূরাআলকাহাফ
#শিক্ষা
#কুকুর

image
ALHAQ SARDER created a new article
1 w

YouTube challenge | #my logo

YouTube challenge

YouTube challenge

Amar challenge name (@AlhaqShohag443)
ALHAQ SARDER created a new article
1 w

my challenge | #youtube

my challenge

my challenge

Amar YouTube channel logo...aap nara challenge follow karun.
hello friends good morning.....

★**______ღ᭄♡!❛যদি!❛______♡🥰🌿
__ღ᭄!❛কল্পনা❛গুলো বাস্তব ❛হতো !
_তাহলে❛_
.__ღ᭄!❛❛বদলে যেত হাজারো জীবনের গল্প!!
❛_🖤_ 🥰🥀

image
ALHAQ SARDER added new photos to My Photo
1 w

image