Mehedi Hasan created a new article
1 w

অসহায় মানুষ | # মানুষ

অসহায় মানুষ

অসহায় মানুষ

অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা কাজ করে থাকে। বিভিন্ন মানবিক প্রকল্প, ত্রাণ কর্মসূচি

কাউকে কথা দিলে, অবশ্য'ই কথা রাখবে!
কারণ,,তোমার প্রত্যেক'টা অঙ্গীকারে'র ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে....।

সূরা বনী ইসরাইলঃ [আয়াত -- ৩৪]

image

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।❤️

image

সুবহানাল্লাহ

image

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত😥

📖 𝐀𝐥-Q𝐮𝐫𝐚𝐧 📖
🦋◎⃝- পুরো মুসলিম জাতির অক্সিজেন’!!-🌸✨🖤
°আলহামদুলিল্লাহ,

ভেঙে পড়ো না, নিরাশ হইয়ো না, সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।

সূরা বাক্বারাহঃ ২১৪

আমি এই উক্তিটির প্রেমে পড়েছি,
যদি আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন না করে, তাহলে বুঝবেন তিনি কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন..
হে আল্লাহ তুমি সবার দোয়া কবুল করে নিও🤲
আমিন🤲

Asraful Mukhluqat created a new article
1 w

কদম ফুল | ##full

কদম ফুল

কদম ফুল

কদম (Cucurma) একটি সুগন্ধি ফুল যা সাধারণত দক্ষিণ এশিয়ার অঞ্চলে দেখা যায়। এটি সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি নিয?

"আবদুল্লাহ ইবনু মাস’ঊদ রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ اقْتَطَعَ مَالَ أَخِيهِ الْمُسْلِمِ بِيَمِينٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ

কেউ যদি মিথ্যা শপথের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের মাল আত্মসাৎ করে, তবে আল্লাহ তা’আলার সাথে তার এরূপ অবস্থায় সাক্ষাৎ হবে যে, তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন।"

জামে আত-তিরমিযী, হাদীস ৩০১২