কুল্লু নাফসিন জাইকাতুল মাউত😥

📖 𝐀𝐥-Q𝐮𝐫𝐚𝐧 📖
🦋◎⃝- পুরো মুসলিম জাতির অক্সিজেন’!!-🌸✨🖤
°আলহামদুলিল্লাহ,

ভেঙে পড়ো না, নিরাশ হইয়ো না, সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।

সূরা বাক্বারাহঃ ২১৪

আমি এই উক্তিটির প্রেমে পড়েছি,
যদি আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন না করে, তাহলে বুঝবেন তিনি কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন..
হে আল্লাহ তুমি সবার দোয়া কবুল করে নিও🤲
আমিন🤲

Asraful Mukhluqat created a new article
1 w

কদম ফুল | ##full

কদম ফুল

কদম ফুল

কদম (Cucurma) একটি সুগন্ধি ফুল যা সাধারণত দক্ষিণ এশিয়ার অঞ্চলে দেখা যায়। এটি সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি নিয?

"আবদুল্লাহ ইবনু মাস’ঊদ রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ اقْتَطَعَ مَالَ أَخِيهِ الْمُسْلِمِ بِيَمِينٍ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ

কেউ যদি মিথ্যা শপথের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের মাল আত্মসাৎ করে, তবে আল্লাহ তা’আলার সাথে তার এরূপ অবস্থায় সাক্ষাৎ হবে যে, তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন।"

জামে আত-তিরমিযী, হাদীস ৩০১২

কিছু আরবি শব্দের বাংলা অর্থ
১.বিসমিল্লাহ (بِسْمِ اللّهِ)
অর্থ: আল্লাহর নামে শুরু।
তাৎপর্য: আল্লাহর বারাকাহ ও নিরাপত্তা অর্জন।
২.আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلّٰهِ)
অর্থ: সকল প্রশংসা আল্লাহর।
তাৎপর্য: আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা।
৩.সুবহানাল্লাহ (سُبْحَانَ اللّٰهِ)
অর্থ: আল্লাহ পবিত্র।
তাৎপর্য: মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা।
৪.আল্লাহু_আকবার (اللّٰهُ أَكْبَرُ)
অর্থ: আল্লাহ সবচেয়ে বড়।
তাৎপর্য: আল্লাহর বড়ত্ব ঘোষণা ও সবকিছুর উপরে আল্লাহকে স্থান দেয়া।
৫.লা_ইলাহা_ইল্লাল্লাহ (لاَ إِلَهَ إِلاَّ اللّٰه)
অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ (মাবুদ) নেই।
তাৎপর্য: আল্লাহর এককত্ব ঘোষণা করা এবং তার সাথে অন্য কাউকে শরীক না করা।
৬.জাজাকাল্লাহু_খাইরান
(ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ)
অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
তাৎপর্য: অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
৭.মাশাআল্লাহ (ما شاء الله)
অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন।
তাৎপর্য: আল্লাহর প্রশংসা করা।
৮.ইনশাআল্লাহ(ان شاء الله)
অর্থ:যদি আল্লাহ চান।
তাৎপর্য:আল্লাহর উপর ভরসা কর।
৯.আস্তাগফিরুল্লাহ(ﺃﺳﺘﻐﻔﺮ ﺍﻟﻠﻪ)
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।তাৎপর্য:আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবাহ করা।
১০.ফি আমানিল্লাহ্(في أمان الله)
অর্থ:আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করলাম।তাৎপর্য:আল্লাহর নিকট নিরাপত্তা চাওয়া, ভরসা করা।
১১.নাউযুবিল্লাহ(نعوذ بالله)
অর্থ:আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই।
তাৎপর্য:মন্দ কিছু শুনলে কিংবা দেখলে এথেকে আশ্রয় প্রার্থনা করা।
১২.লা_হাওলা_ওয়ালা_কুওয়াতা_ইল্লা_বিল্লাহ
(لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)
অর্থ:আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোন আশ্রয় ও সাহায্য নেই।
তাৎপর্য:আল্লাহর এককত্ব ও বড়ত্ব প্রকাশ।
১৩.ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
(إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)
অর্থ:নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো।
তাৎপর্য: মৃত্যু ও পরকালের স্মরণ।
১৪.সুবহানাল্লাহি_ওয়া_বিহামদিহি (سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ)অর্থ:মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য।
তাৎপর্য: আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করা।
১৫.সুবহানাল্লাহিল_আযীম (سبحان الله العظيم)
অর্থ:মহপবিত্র আল্লাহ,যিনি মহান।
তাৎপর্য: আল্লাহর পবিত্রতা ও বড়ত্ব ঘোষণা।

গোটা বিশ্বকে শাসন করবে মুসলমান!✊

আর সংবিধান হবে আল কোরআন!📖

- ইনশাআল্লাহ 💝🥰

আল্লাহ সকলের গুনাহ গুলোর সাথে আমার গুনাহ গুলো মাফ করুন আমিন

image