"চারকোণা এই স্ক্রিনের ভেতর দিয়ে ঐপাশে মন খারাপ করা বসে থাকা মানুষটার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলা যায় নাঃ
"ধুর বোকা, সব ঠিক হয়ে যাবে"
কয়েকটা শব্দ লিখে কারো মন ভালো করা যায় না ... কয়েকটা শব্দ লিখে কাউকে বুঝানো যায় না, কতখানি আবেগ মিশে আছে সেখানে !!
একজন তীব্র মন খারাপ নিয়ে ঘুমিয়ে যায় ... একজন মন ভালো করতে না পেরে নির্ঘুম রাতটা জুড়ে ছটফট করতে থাকে !!
দুটো জ্বলজ্বল করতে থাকা সবুজবাতি, কয়েকটা নিষ্প্রাণ শব্দ আর হলদে রঙের ইমোগুলো ভীষণ ভুল গল্প বলতে থাকে !!"😊😒 # @মন🤣
"সব 'কেন?' এর উত্তর রাতারাতি পাওয়া যায় না ... আপনার জীবনে কেন একটা ঘটনা ঘটলো - এই প্রশ্নের উত্তর পেতে মাঝে মাঝে অনেক বছর অপেক্ষা করতে হয় ... ততদিন পর্যন্ত ধৈর্য্য ধরতে হবে !!
ক্ষুদ্র জীবনে যারা ধৈর্য্য ধরতে পারে না, তারাই জীবনটাকে শেষ করে দেয় ... জীবনটাকে শেষ করে দিলেই যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে এই পৃথিবীতে কেউ বাঁচতে চাইতো না !!" মন
"কারো কাছে আমি 'ভুল মানুষ' ... কারো কাছে আমি একদম 'ঠিকঠাক' ... যার কাছে আমি 'ঠিকঠাক' , তাকে আমি কখনোই ঠিকঠাকভাবে ভালোবাসি নি, কিংবা ভালোবাসতে পারি নি ... আর যার কাছে আমি ভুল মানুষ, তাকেই ঠিকঠাকভাবে ভালোবেসে গিয়েছি !!
এই নিষ্ঠুর ভুল আর ঠিক এর খেলাতে কখনো আমি জিতেছি, কখনো তুমি ... শুধু বারবার হেরে গিয়েছে ভালোবাসা !!" মন
"এই পৃথিবীতে অভিমানের অর্থ সবাই বোঝে না ... কেউ বলে, মানুষটা ভীষণ রাগী ... কেউ বলে, মানুষটার ধৈর্য্য কম ... কেউ বলে, মানুষটা কিচ্ছু বুঝতে চায় না, তার মন বড়ই জটিল !!
সবাই হাল ছেড়ে দেয় ... মানুষটার অভিমানের দেয়াল ডিঙিয়ে ঐ পাশটাতে কেউ যেতে চায় না ... অথচ অভিমানের দেয়ালটা রাগের দেয়ালের মত ইট পাথর সিমেন্ট দিয়ে গড়া শক্ত কোন দেয়াল ছিল না !!
অভিমানের দেয়াল অত শক্ত হয় না ... ভালোবেসে একটু টোকা দিলেই ওটা হুড়মুড় করে ভেঙ্গে পড়তো ... একটু স্পর্শ করলেই হয়তো এক মুহূর্তে গলে যেতো !!
যে রাগে একটু হলেও ভালোবাসা মেশানো থাকে, সেটাকে রাগ বলে না ... সেটার নাম অভিমান !!
এই পৃথিবীতে যারা রাগ আর অভিমানের পার্থক্য বোঝে না, তারা আসলে ভালোবাসতেই জানে না ... যারা ভালোবাসতে জানে না, তারা অল্পতেই হাল ছেড়ে দিয়ে চলে যায় ... এই হাল ছেড়ে দেয়া, চলে যাওয়া মানুষগুলোর জন্যই কেন জানি বড্ড বেশি কষ্ট হয় !!" মন ☺
Akhi Mustakim
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Amader Mahin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?