ভদ্রব্যক্তি কোন ইতর লোকের অধীন হয়ে পড়ে

যে আলেম ব্যক্তির উপর জাহেলরা কতৃত্ব করে।

সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারী কলাকৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌঁছতে পারে না।

বন্ধুত্ব করার মত কোন যোগ্যলোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না।

কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে।

প্রকৃত দ্বীনদারী পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব।

সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি হলো সেই যে স্বীয় কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম।

নীচ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য ।

গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী । কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে ।

Mehedi Hasan created a new article
2 w

মৃত্যু | # # সবাই চলে যাবে

মৃত্যু

মৃত্যু

মৃত্যু মানব জীবনের বিভিন্ন দিকের উপর প্রভাব ফেলে—এটি শোক, হারানোর বেদনা, এবং পরিবর্তনের প্রক্রিয়ার সূচনা করে