জীবনরে যত সহজ করতে যাই, তত খালি জটিল হইয়া যায়। যেনো আমি লুডু খেলতেছি— প্রতিটি সিঁড়ির শেষে গিয়া তাকায় দেখি হা কইরা আছে সর্বনাশের সাপ।
জীবনরে যতো সুন্দর করতে যাই, ততই খালি ধূসর হইয়া। যেন আলমারিতে তুলে রাখা ঈদের জামা খুইলা দেখি নিয়তির উইপোকা কেটে-কুটে কইরা রাখছে দীর্ঘ খোসটা।
জীবনে যতো গড়তে যাই, তত খালি ভাইঙা যায়, যেন আমি নদীর কিনারে চিনামাটির ঘর বানাইয়া ঘুমাইছি তার ভিতর; ঘুম ভাঙার পর চাইয়া দেখি সাঁতরাইতেছি জলের উপর; কোথাও কিচ্ছু নাই।… See more