আমার নাম জহিরুল ইসলাম। আমার বয়স ২২ বছর। আমি আমার জিবনে ঘটে যাওয়া কিছু কথা বলবো। আমার জিবনে একটি ঘটনা ঘটেছিলো যা আমার জন্য খুবই দুঃখ জনক একটি ঘটনা।
ঘটনা টি যখন হয় তখন সবে মাত্র কোভিড১৯ এর জন্য সারা বিস্বে লকডাউন দেওয়া হয়েছিলো।। আর আমিও মাত্র মাধ্যমিক পরিক্ষা শেষ করি।। কিন্তু লকডাউন এ সবার কাজ বন্ধ হওয়ার পাশাপাশি আমাদের বাবার চাকরিটাও চলে যায়।। তখন আমাদের পরিবারে খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়।। যার কারনে আমি ও চাকরি খুজা শুরু করি।। এর বেশ কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়েও যাই।।।আর সেই চাকরি পাওয়ার পর থেকে আমার আর পড়াশুনা তে ফেরা হয় না।। চাকরি পাওয়া ১।৫ বছর পরে আমার বাবা ও মারা যায়।। তারপর থেকে আমি এখনো পড়াশুনা ছেড়ে এখনো চাকরি করছি
Iftekhar Rahat
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Kader 11
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mass moon Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?