হরইদয় দিয়ে ভেবো শুধু হৃদয়ের কথা, আজ থেকে তুমি হবে প্রজাপতির পাখা। ভেবোনা কখনো আছো একা, হাত বাড়ালেই পাবে তুমি, আমার দেখা।

হৃদয়ের মাঝে তোমার ছবিটি সযতনে এঁকে রেখেছি। তোমার আসার পথ চেয়ে প্রিয় একা আমি কত রাত জেগেছি।

আমার মনের মাধুরী মিশায়ে তোমার মূর্তি গড়েছি। তোমার লাগি ওগো প্রিয় মোর ফুলের শয্যা পেতেছি।

হে প্রেয়সী মিষ্টি হাঁসি, জাগায় প্রাণে সাড়া। আবার কবে দেখবো তোমায়, তাইতো এতো তাড়া।

সবই কিছু বোঝো তুমি, তবু অবুঝ হয়ে থাকো। তোমায় ছেড়ে আর যে আমি থাকতে পারি নাগো।

এসো ওগো আমার প্রিয়, এসো আমার কাছে। সবই দেবো তোমায় আমি যা কিছু মোর আছে।

তোমার নুপুর ধ্বনি আমি যখন শুনতে পাই। প্রেমের আবেগে আমি তখন ডুবে যাই…

আরও একটু কাছে এসো, বলবো দুটো মনের কথা। দূরে থেকে আর তুমি দিও নাকো মনে ব্যাথা।

কণ্ঠে পরে ফুলের মালা, অভিসারে এসো প্রিয়। বসে আছি দুয়ার খুলে, আমি তোমার পথ চেয়ে।

বসন্তের মনোহর গোধূলি বেলাতে, গাছে গাছে কি যে শোভা ফুলের মেলাতে। বয়ে যায় এ লগন এসো মোর প্রিয়, তোমায় কাছে পেয়ে জুড়াক আমার হিয়া।