তখনো কিছু নৈরাস্যবাদী সম্মানিত শিক্ষক বিশ্বাস করতে পারছিলেন না যে আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তির চান্স পেয়েছি একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলেন সেনাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তির চান্স পেয়েছে আমার তো বিশ্বাস হচ্ছে না তাকে তো কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজে চান্স পাওয়ার মতো লাগে না স্কুলে কখনো পড়া বলতে দেখিনি সেদিন আমি আর কষ্ট পায়নি কারণ আমি ততো তিনি বুঝে গেছি ওনাদের চিন্তা ভাবনায় এমন স্বপ্ন আমাদের বেঁচে থাকতে অরূপ অনুপ্রেরণা দেয় আমাদের অনুভূতিগুলোই আমাদের স্বপ্ন দেখায় কিন্তু কাজের মধ্যেই স্বপ্নগুলো বেঁচে থাকে স্বপ্ন আর সাধনা থাকলেই মানুষ অনেক কিছু করতে পারে না
কাইলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের একজন উজ্জ্বল ফুটবল তারকা, ২০ ডিসেম্বর ১৯৯৮ সালে বোঁ দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলেন এবং ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন। এমবাপ্পে তার অসাধারণ গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত। তিনি ২০১৭ সালে মোনাকো ক্লাব থেকে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) তে যোগ দেন। সেখানে তিনি অসংখ্য শিরোপা জিতেছেন এবং ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন।
এমবাপ্পে ফুটবল মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দ্রুতই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। তার গতি এবং প্রতিভা তাকে প্রতিপক্ষের জন্য এক বিশাল হুমকিতে পরিণত করে। ২০২২ সালের বিশ্বকাপে, তিনি ফাইনালে তিনটি গোল করেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। এমবাপ্পের খেলার স্টাইল এবং উদ্যম তাকে নতুন প্রজন্মের জন্য একটি আইকন করে তুলেছে। | ##এমবাপ্পে
তিনি আমার অনুরোধটি রাখলেন তিনি কলেজের নোটিশ বোর্ডের তালিকার সঙ্গে আমার রেজিস্ট্রেশন নম্বরটি মিলিয়ে দেখে জানালেন যে তালিকায় আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আছে আপনি এই কলেজে ভর্তি হতে পারবেন কথাটি শোনার পর মনের আনন্দে দুচোখ দিয়ে তখন অনবরত পানি গড়িয়ে পড়ছিল এবং এই কথাটি যখন এই বই লিখছিলাম তখনও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল কারণ সেই সময়কার স্মৃতিটি পুনরায় মনে পড়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চান্স পাওয়ার পর কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে যখন আমার সেই মাধ্যমিক স্কুলে গেলাম তখন কয়েকজন সম্মানিত শিক্ষক জিজ্ঞেস করতে লাগলেন যে কেন স্কুলে এসেছি মানে কোন কাজেই স্কুলে এসেছি আমি জানালাম যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলতে এসেছি
কারণ আমি ততটা মেধাবী শিক্ষার্থী ছিলাম না পার আর বন্ধু-বান্ধবদের সঙ্গে খেলাধুলা ও আড্ডা অনেক কমিয়ে দিয়ে বেশি বেশি সময় দিতাম পড়ার মধ্যে আর আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করতাম আল্লাহ যেন আমার স্বপ্নটি পূরণ করে দেন একটা সময় পর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল যদিও আমি যে রেজাল্ট প্রত্যাশা করেছিলাম ছেড়ে যাওয়ার গল্পের জন্য মিস হয়ে গেল তখন মনে মনে ভাবলাম আল্লাহ হয়তো এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট না দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চান্স পাইয়ে দেওয়ার মাধ্যমে আরো বড় কিছু আমাকে দিতে চান এসএসসি পরীক্ষার রেজাল্টের পর প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না করতে পারার কারণে প্রচন্ড রকমের কষ্ট পেলেও আমি ভেঙে পড়িনি আমি সবসময় একটি বিষয় বিশ্বাস করতাম এবং এখনো করি পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ কিছু না কিছু দেয়নি সেটা তাৎক্ষণিক হোক বা কিছুক্ষণ পরে হোক যেদিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নোটিশ বোর্ডের তালিকায় কলেজে ভর্তি হওয়ার যোগ্যদের সঙ্গে নিজের রেজিস্ট্রেশন নম্বর দেখতে পেলাম তখনও কেন জানি বিশ্বাস হচ্ছিল না বেশ কয়েকবার মিলিয়ে দেখার পর পাশের আরেকজনের আমার আবেদনের কাগজ দেখে অনুরোধ করলাম ভাই আমার রেজিস্ট্রেশন নম্বরটি একটু মিলিয়ে দেখুন তো তালিকায় আমার রেজিস্ট্রেশন নম্বরটি আছে কিনা
লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত। আর্জেন্টিনায় জন্ম নেওয়া মেসি তার অসাধারণ দক্ষতা, গতি এবং গোল করার ক্ষমতার জন্য বিখ্যাত। বার্সেলোনার হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন এবং অনেক শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপা। ২০২১ সালে তিনি প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-তে যোগ দেন। জাতীয় দলের হয়ে মেসি ২০২1 সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনার জন্য গৌরব অর্জন করেন। তার ফুটবল ক্যারিয়ার শৈলী, সাফল্য, এবং নম্র ব্যক্তিত্বের জন্য মেসি বিশ্বজুড়ে লাখো ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন। | ##মেসি
২০০৬ সালে এসএসসি পরীক্ষা চলার সময় আমার কয়েকজন সহপাঠীকে যখন বললাম আমি ইন্টারমিডিয়েটে যদি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়তে না পারি তাহলে পড়াশোনা ছেড়ে দেব তখন তারা অনেকটা অবজ্ঞার ছলে জিজ্ঞাস করল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যাস না পেলে অন্য কলেজে পড়বি না আমি বললাম না পড়বো না তখন তারা হাসাহাসি করতে লাগলো জিজ্ঞেস করল চান্স না পেলে কি করবি আমি বললাম বিদেশে চলে যাব করলে পড়ার মতো করতেই চাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়া আমার স্বপ্ন তখন তারা তুচ্ছ তা ইচ্ছে চলে বলল দেখব দেখব তোর কথা থাকে কিনা তখন আমি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য অনেক পরিশ্রম করতাম।
তাই এসব নিয়ে দুশ্চিন্তার মাধ্যমে তোমার মূল্যবান সময় নষ্ট করার কোন মানে হয় না যখন তুমি সফল হতে পারবে তখন তোমার শুভাকাঙ্ক্ষী আর প্রশংসা কারীর অভাব থাকবে না তাই তুমি একসঙ্গে সবার মন রাখার চেষ্টা না করে তুমি বরং তোমার স্বপ্নটা পূরণের চেষ্টা করো দেখবে তুমি যেদিন তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে তোমার স্বপ্নটাই তোমার মনের সব অপূর্ণতাকে পূর্ণ করে দেবে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে একটি বাস্তব ঘটনা শেয়ার করছি আমার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রামের একদম সাধারণ স্কুল থেকে আমি 2006 সালে মিয়াবাজার এল এন হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেই নবম দশম শ্রেণীতে স্কুলের কয়েকজন সম্মানিত শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষক মানবিক বিভাগের শিক্ষার্থীদের তুচ্ছতাচ্ছ করে কথা বলতেন তারা তাদের কাছে মেধাবী শিক্ষার্থী মানে বিজ্ঞান গ্রুপে শিক্ষার্থী তারপর রয়েছে ব্যবসায় শিক্ষা গ্রুপে শিক্ষার্থী একেবারে কম মেধাবী অচল শিক্ষার্থী হল মানবিক বিজ্ঞানের শিক্ষার্থী এই যদি হয় সম্মানিত শিক্ষকদের মনোভাব তাহলে বুঝতেই পারছ স্কুলের জন্য গ্রুপের সহপাঠীদের কি অবস্থা হয় সেই সমাজের কি অবস্থা এই বিষয়গুলো আমাকে ভীষণ কষ্ট দিতে মনে মনে সব সময় বড় কিছু করে দেখানো তীব্র জিত কাজ করতো মনে
Kader 11
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Mass moon Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?