গত ১৭টি বছর বিজিবির কাজই যেন ছিল, সীমান্ত থেকে লা*শ গ্রহণ করা। বিজিবির এই ভূমিকা সবশেষ কবে দেখেছেন? মনে পড়ে?

image

ডঃ মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যেই ভাষণটি দিলেন, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই ধরনের ভাষণ জাতির উদ্দেশ্যে দিতে পেরেছেন।
আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আর আপনার মাধ্যমে প্রিয় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক।
— in Jhalokati/ঝালকাঠি.

image

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র
তোমারই সাহায্য প্রার্থনা করি।
সুরা-আল ফাতিহা,৫

image
Hoimonti Shukla created a new article
4 w

ভেষজ গাছ তুলসী

ভেষজ গাছ তুলসী

ভেষজ গাছ তুলসী

তুলসী পাতার গুণাগুণ

দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল উজানে ফারাক্কা পয়েন্ট এবং দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পাংখা পয়েন্টে অপরিবর্তিত আছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে

#news #update #somoytv

image

image

🔴 এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।

image

প্রতি দিনের ন্যায় ২৭/৮/২০২৪ আজও আমাদের ত্রাণ কর্যক্রম চলমান, আজ প্রায় আড়াই হাজার মানুষের মাঝে ভালোবাসা বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আপনিও আমাদের সাথে শরীক হতে পারেন। স্থানঃ বুড়িচং, কুমিল্লা।

image
Khadija Akter created a new article
4 w

জুলাইয়েও বাদ যায়নি নারী-শিশু নির্যাতন | #news

জুলাইয়েও বাদ যায়নি নারী-শিশু নির্যাতন

জুলাইয়েও বাদ যায়নি নারী-শিশু নির্যাতন

পরিস্থিতির কারণে কোনো কোনো ক্ষেত্রে মামলা করতে দেরি হয়েছে। থানায় পুলিশ সদস্য কম থাকা বা না থাকার কারণে সেবা ব?

pera nai chill

image