মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয়। কেউ না।
ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।
সর্বদা মনে রাখবেন, বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।
সবসময় মীর মুগ্ধ নামটা মনে থাকবে, যা কখনো মূছা যাবে না। জাতি কখনো তাকে ভুলবে না। ভুলবে না তার এই কথা, "পানি লাগবে কারো পানি,, হ্যাঁ পানি তো লাগবেই সেটা যেনো উনি জান্নাতে প্রত্যেকটি মানুষকে খাওয়াতে পারে। হাসি মাখা মুখ নিয়ে বলবে পানি লাগবে পানি,, সে যে মুগ্ধতা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই মুগ্ধতা জান্নাতেও ছড়াবে। ইনশাআল্লাহ এই পৃথিবী এবং আমাদের বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহ যতদিন রাখবে, ততদিন মীর মুগ্ধ আমাদের মাঝেই থাকবে। কখনো মুছে যাবে না।💝
Kader 11
Delete Comment
Are you sure that you want to delete this comment ?