যেই নবীকে সৃষ্টি না করিলে দুনিয়াতে কোনো মাখলুকাত সৃষ্টি হতো না সেই নবীর উম্মত হতে পেরে একবার শুকরিয়া আদায় করি!
আলহামদুলিল্লাহ!🤍🌸

তাকে বলে দিয়ো প্রেমের কোনো বয়ষ থাকেনাা,
i love you প্রিয়

-"ভালোবাসা হারিয়ে যায়" -💔🙂🥀
-"আর যে সম্পর্ক সারা জীবন বেঁচে থাকে,
-"সেটা হলো বন্ধুত্ব" - 🥰🤝♥️

হ্যা আমার রব আমার প্রতিপালক
তোমার রহমতের চাদরে ঢেকে ফেলো আমাদের জেনো কোনো হারাম আমাদের ঘিরে না ফেলে।

image

ইচ্ছা পূরণের নামাজ___
♥সালাতুল হাজত পড়ার নিয়ম ::: ♥
‪কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে “সালাতুল হাজত” বলা হয়।…
*( ইবনু মাজাহঃ হা/১৩৮৫)

কখন পড়বেন:
কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়।

নিষিদ্ধ সময় ::
সালাতুল হাজাত নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতীত যেকোনো সময়েই পড়তে পারেন।

তিন সময়ে নামাজ পড়া মাকরুহ -
১. সূর্য যখন উদিত হতে থাকে এবং যতোক্ষণ না তার হলুদ রঙ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে।
২. ঠিক দ্বিপ্রহরের সময় যতোক্ষণ না তা পশ্চিমাকাশে ঢলে পড়ে।
৩. সূর্য হলুদবর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

নিয়ম:::
নির্দিষ্ট কোনো নিয়ম নেই।
হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই দু রাকাত নফল নামাজ আদায় করবেন।

করণিয়::
অনান্য নামাজের মতোই উত্তম ভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে।

নামাজ শেষে সালাম ফিরানোর আগে প্রয়োজনের বিষয় টি খেয়াল করে
এই
দোয়া পড়বেন-

(ُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
(রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্কিনা আজাবানা নার)

অথবা

ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ
ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺟِﺒَﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ
ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮٍّ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻣَﺔَ
ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻟَﺎ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻟَّﺎ ﻏَﻔَﺮْﺗَﻪُ ﻭَﻟَﺎ ﻫَﻤًّﺎ ﺇِﻟَّﺎ
ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻟَﺎ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻟَّﺎ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ
ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ ‎

উচ্চারণ: লাইলাহা‬ ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস‌ সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর হামার রাহিমীন।

( তিরমিজি, মিশকাতঃ হা/৮৭৩, আবু দাউদঃ ১৩১৯; সালাত অধ্যায়-২ )

আল্লাহ সুবহানাহু তা'আলা আমাদের সেটাই দিবেন, যেটা আমাদের জন্য উত্তম ও কল্যাণময়। অতএব, ধৈর্য ধরুন আশা রাখুন আপনার রবের প্রতি,নিশ্চয়ই তিনি দিবেন।

- ইনশাআল্লাহ 🌸❤️‍🩹

ফুল সুন্দর মাশা-আল্লাহ
সাথে ফুলের বিছানায় শুয়ে থাকা প্রানীটি ও সুন্দর

image
BItm_b35 Charles created a new article
2 d

Exploring the World’s Top Travel Destinations | #travel

Exploring the World’s Top Travel Destinations

Exploring the World’s Top Travel Destinations

Traveling opens up a world of adventure, culture, and unforgettable experiences. Whether you’re drawn to the serene beaches of the Maldives or the historical streets of Rome, each destination offers something unique. In this article, we’ll explore some of the top travel destinations th
Akhi Akter Mim created a new article
2 d

দেনা-পাওনা তিন | #দেনা-পাওনা ৩

দেনা-পাওনা তিন

দেনা-পাওনা তিন

নারীর একজাতীয় রূপ আছে যাহাকে যৌবনের অপর প্রান্তে না পৌঁছিয়া পুরুষে কোনদিন দেখিতে পায় না। সেই অদৃষ্টপূর্ব অদ্

ফুল নিয়ে এসো আমি সব অভিমান ভুলে যাবো 😇💌

image