ঈসা আলাই সালাম দিবেন নবীজির সালামের জবাব দিবেন ঈসা আলাই সালাম বলবে ইয়া রাসুল আল্লাহ আপনাকে দেখতে চাই নবী বলে দেখার মত দেখো ইয়া রাসূলাল্লাহ আমি এসেছি আপনার উম্মত হতে নবী বলবে আমি তোমাকে কবুল করলাম ইয়া রাসুল আল্লাহ এই তো আসমান থেকে ঈসা আলাই সালাম বাইতুল মুকাদ্দাস আসবেন সিঁড়ির মধ্যে তিনি পা রাখবে এবং আমাদের নবীর উপর কলমা শরীফ পড়বে আল্লাহ নিজেই বলে তোমরা যদিও নবীর জিকির না করো
পবিত্র হওয়ার উত্তম মাধ্যম হলো ওযু করা প্রত্যেক কাজকর্মের ঐ নিয়ম পদ্ধতি রয়েছে তেমনি অজু করার জন্য পদ্ধতি হল অজু করার জন্য কেবলার দিকে মুখ করে অপেক্ষাকৃত উঁচু স্থানে বসবে ওযুর নিয়ত: নাপাকি বা অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জনের মাধ্যমে শুদ্ধভাবে নামাজ আদায় এবং মহান আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্য ওযু করার মনস্থ করলাম
ঈমানে মুফাসসাল: আমি ঈমান আনলাম মহান আল্লাহর প্রতি এবং তার ফেরেশতাগণের প্রতি এবং তার কিতাব সমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের ওপর এবং শেষ বিচারের দিনের ওপর এবং তাকদীরের ভালো মন্দ আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রণ এক কথার প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।
কালী মায়ে রাতে কুফর: হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার সাথে কোন কিছুকে শরিক করা এবং তার প্রতি বিশ্বাস করা হতে এবং আমার জানা এবং অজানা সকল গুনাহ হতে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি আর তওবা করছি এবং আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম আর এই কথা স্বীকার করছি যে নিশ্চয়ই একমাত্র মহান আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মহান আল্লাহ তায়ালার প্রেরিত রাসূল।
কালিমায় তাওহীদ: হে মহান আল্লাহ তুমি ছাড়া অন্য কোন উপাসনেই তুমি একক তোমার দ্বিতীয় আর কেউ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মুত্তাকীদের অগ্রগামী ইমাম আর এর সমগ্র বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রাসুল।
কালিমায়ে তামজিদ এর অর্থ: হে আল্লাহ! একমাত্র তুমি ছাড়া অন্য কোন উপাস্য নেই সেও নূরের দ্বারা যাকে ইচ্ছা তিনি হেদায়া দান করে থাকেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং সমস্ত রাসূলগণের অগ্রগামী সর্বশেষ নবী
কালিমা তাইয়্যেবার অর্থ: মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ইলাহ বা উপাস্য নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মহান আল্লাহর প্রেরিত রাসুল।
কালী মায়ের শাহাদাত এর অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র মহান আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই তিনি একক তার কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তায়ালার প্রেরিত রাসুল
Staying in jail is better than running away: Omar Sani | #entertainment
ইসলাম ধর্মের মূল স্তম্ভ পাঁচটি যথা
কালিমা বা ঈমান নামাজ রোজা হজ ্ব ও যাকাত।
ঈমান: আল্লাহ তায়ালার প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকারোক্তির দাময় ঈমান যার ঈমান আছে তাকে মুমিন অর্থাৎ মুসলমান বলে কালিমা না জানলে বা এর উপর আন্তরিক বিশ্বাসের স্থাপন না করলে কেউ মুসলমান হতে পারে না