ক্যারিয়ারে কিছু হচ্ছে না৷সময় চলে যাচ্ছে। চোখের সামনে স্বপ্ন ভেঙে যাচ্ছে।বাবা বৃদ্ধ হচ্ছে। বন্ধু হারিয়ে যাচ্ছে,দিনশেষে দুঃখ বলার মতো নিজের একটা মানুষ নেই।একটার পর একটা ভুল সিদ্ধান্ত,ব্যার্থতা পিছু ছাড়ছে না। জীবনকে এতো ভয়ংকর লাগে যে জীবনের দিকে তাকানোই যায় না,ভয় লাগে খুব।
এখন প্রায়ই মনে হয় পৃথিবীর বাড়তি মানুষ বলতে যদি কেউ থাকে তবে ঐ মানুষটা আমি।যার কোন প্রয়োজন নেই পৃথিবীর অথবা পৃথিবীর মানুষের...🥀
কারো টাকা হবে স্বাস্থ্য হবে না,কারো সুখ হবে সামর্থ্য হবেনা,কারো পদ হবে সম্মান হবে না, কারো সব যোগ্যতা সত্ত্বেও কিছুই হবে না, আবার কারো তেমন কিছু না করেও অনেক কিছুই হয়ে যাবে।
তবে যাই হউক জীবনে প্রেশার নেয়া যাবে না, একদমই না!হিসাব কারোরই মেলে না।যে বলে হিসেব মিলেছে তার ক্যালকুলেটর নষ্ট!❤️
কিছু সময় একেবারে চুপ হয়ে যেতে ইচ্ছে করবে, ইচ্ছে গুলো আর বলতে ইচ্ছে হবে না, বাঁচতে ইচ্ছে হবে না, প্রচন্ড মন খারাপ চারিদিক থেকে ঘিরে ধরবে।
তবুও রবের বিধান মেনে নিয়ে, আমরা আবার কথা বলি, ইচ্ছে গুলো বার বার বলি, বাঁচতে চাই। মন খারাপ কে আড়াল করে হেসে সুন্দর সময় কাটাই। কিন্তু মনের গভীরে কিছু ক্ষত কি কখনো চিরতরে মুছে যায়, কিছু ভয় কখনো কি চিরতরে দূর হয়, কিছু আক্ষেপ কখনো কি পুরোপুরি শেষ হয়?💔
Mass moon Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?