September, October, November, December >> এই চারটি মাসে আমদের জীবনে অনেক কিছু জড়িয়ে থাকে। জড়িয়ে থাকে অনেক কিছু পাওয়া না পাওয়ার গল্প....!!
এই চারটি মাস আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আসে, আবার বছর ঘুরতে না ঘুরতেই অনেক কিছু নিয়ে চলে যায়। এই মাসগুলোতে শুরু হওয়া গল্পগুলো আবার এই মাসগুলোতেই সমাপ্তি ঘটে। এই যে শীত আসবে আসবে এই সময়টার সাথে অনেক কিছু পাওয়া না পাওয়ার যোগাযোগ থাকে। এই মাসগুলোতে যেমন অনেকের জীবনে আনন্দ, খুশি, নতুন কিছু মানুষ এনে দেয়, ঠিক তেমনি অনেকের জীবন থেকে অনেক কিছু হাড়িয়ে যায় এই মাসগুলোতে!হ্যাঁ হয়তো তোমার জীবনেও এমন কিছু না কিছু হয়েছে, এই ভয়ানক সুন্দর চারটি মাসগুলোতে।❤️🥹
সেদিন মা হটাৎ বলছিলেন, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিসও, তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসিমাখা মুখকে প্রাধান্য দিস। পরে যখন বসের বকা খেয়ে, বাজারে দর কষা-কষি করে, বাসে ঝুলে, 30 মিনিটের রাস্তা ২ ঘন্টায় অতিক্রম করে বাড়ি ফিরবি, তখন দরজায় তোর সবচেয়ে বেশী প্রয়োজন হবে একজন হাসিমাখা মুখের নারীর! যে কিনা ওইসময় বিধ্বস্ত তোকে একজন বাচ্চার মতো আগলে নিবে।
😊😊
আপনারা যারা ভাবেন 'অ্যারেঞ্জ ম্যারেজ' করবেন, তারপর সংসারে অশান্তি হলে বাপের বাড়ির উপর দোষ চাপাইয়া দিবেন আর কথা শুনাবেন, তারা আসলে ভুল চিন্তায় আছেন!
আপনার বাপের বাড়ি থেকে কি বলবে জানেন? 'আমরা কি আর তোর খারাপ চাই? এইটা তোর কপালেই ছিলো মা! মানিয়ে নে, কি আর করবি?'
এইটাই! তারপর শেষ! এই সান্ত্বনা ছাড়া আর কোনো 'সমাধান' পাবেন না!
- 😇😇
Easmin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?