ইমাম দারেমী রাহমাতুল্লাহ রেওয়ায়াত অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাঃ বর্ণনা করেন নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কান্ডের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন একদিন একজন সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর নিকটে এসে বললেন হে আল্লাহ তায়ালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করব যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে অনুমতি পাওয়ার পর তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর জন্য একটি মেম্বার তৈরি করলেন এই মিম্বরটি ছিল তিনটি স্তরের এবং নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কান্ডটি নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর বিচ্ছেদে গরুর মত আওয়াজ করতে লাগল এবং ক্রন্দন করতে লাগল সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষন্ন হয়ে গেল নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কান্ডের নিকটে গেলেন তিনি কান্ডটি কে আলিঙ্গন করলেন তখন কান্ডটি শিশুর মতো কাজ ছিল নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন তখন তার শান্ত হয়ে গেল এরপর নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম