জীবনের সবচেয়ে নড়বড়ে সিচুয়েশন হচ্ছে যখন আপনি ফিল করবেন আপনি আসলে Unwanted piece. ধরেন, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, আপনার বাপ মায়ের ভাষ্যমতে আপনার আরো ভালো জায়গায় থাকার কথা! আপনি নিজেও ফিল করেন যে আপনার বাপ-মা আরো ভালো চাইল্ড ডিজার্ভ করে।
অথবা ধরেন, আপনার ফ্রেন্ড-সার্কেল, আপনিই থাকলে তারা ইনজয় করে ঠিকই অথচ আপনি তাদের মেন্ডেটরি কোন পারর্সন না। আপনাকে ছাড়াও ট্যুর, আড্ডা সবই হয় এবং সেগুলো যথেষ্ট আনন্দদায়ক হয়।
একইভাবে, আপনার লাইফে এমন কেউ নেই যার কাছে আপনি তার ফাস্ট প্রায়োরিটি। "You are just an option". কেমন যেনো না থাকলেও চলে, এমন একটা ব্যাপার থেকে যায় সব সময়! দিনশেষ যখন এগুলো মনে হয় নিজেরে লাইফলেস মনে হয়।
মনে হয়, i am the most unwanted piece of the whole Universe. Yes, i am!! Huh!😓
ভালোবাসি বললেই যদি সত্যিকারের ভালোবাসা হতো, তাহলে একতরফা ভালোবাসা বলতে কিছু থাকতো না। একতরফা ভালোবাসা যেখানে চাওয়া-পাওয়ার হিসেব নেই। প্রমাণ করার প্রয়োজন নেই। হারিয়ে ফেলার ভয় নেই।
যা আছে শুধুই ভালোবাসা। একটা মানুষ আরেকটা মানুষকে রোজ ভালোবেসে যাচ্ছে অথচ ওই মানুষ টা জানেই না। এভাবেও ভালোবাসা যায়? যায় তো। না গেলে মানুষ- পাহাড়, সমুদ্র, মেঘলা আকাশ এত ভালোবাসতো না।🖤
টাকা পয়সাই রিজিক না। বাড়ি গাড়িই রিজিক না। ভাল একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেয়াটাও রিজিক।বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক। কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক।
সুস্থ থাকা,নিরাপদে থাকা,মানসিক শান্তিতে থাকাও রিজিক।
নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। এগুলো সবাই পায় না। অনেকের রিজিকে এসব নাই।
দিনশেষে তুমি যদি একজন মুমিন হও তবে এই বিশ্বাস রাখো যে বিশ্বাসই তোমার জন্য সবকিছু সহজ করার একমাত্র মাধ্যম। সুতরাং আল্লাহ'র উপর দৃঢ় বিশ্বাস রাখো। এমনভাবে বিশ্বাস রাখো যে- তুমি যদি বৃষ্টির জন্যে দো'য়া করে ঘর থেকে বের হও তবে সঙ্গে করে ছাতা নিয়ে বের হও, যেন পথে তোমাকে বৃষ্টিতে ভিঁজতে না হয়। মনে রাখা ভালো আল্লাহ বিশ্বাসী হৃদয়কে কখনোই হতাশ করেনা।💝💝💝
জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকুন বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছু না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসা রটালে ধৈর্য,কেউ চরিত্রে উপর আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটা জরুরী। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।
যে যত বেশী ধৈর্যশীল জীবন তার জন্যে তত বেশী সহজ।
এতদিনে যা বুঝলাম, স্টোরি আসলে আমি নিজে দেখার জন্য দিই। কাজ নাই, কাম নাই একটু পর পর নিজের স্টোরি তে ক্লিক করে তাকায় থাকি, দেখা শেষ হয়, আবার দেখি।
হোল্ড করে দেখি। আবার দেখি। মিউজিক এ্যাড করা থাকলে ফুল ভলিউমে দিয়ে তাকায় থাকি।
এ কি যন্ত্রনায় পড়লাম! আমি কি গোপনে আমাকে ভালো টালো বেসে ফেলসি নাকি!
খোদা😑
JHuma771
Delete Comment
Are you sure that you want to delete this comment ?