আসলে এ পৃথিবীতে কেউ ভালো নেই। আকাশ ভালো নেই,তার মেঘ আছে। চোখ ভালো নেই,তার কান্না আছে। হৃদয় ভালো নেই,তার ক্ষ'ত আছে। আমি ভালো নেই, তুমি নেই বলে।
কেউ যখন আমাদের বলে,"কেমন আছিস কি? কি অবস্থা?"উত্তরে বলি, "ভালো আছি"। আসলে আমরা কেন ভালো নেই, তার কারণ কাউকে বলতে চাই না। তাই মিথ্যেই বলি,আমি ভালো আছি!
যখনই বড় কোনো সমস্যার মুখোমুখি হই, তখন দুশ্চিন্তায় পড়ে যাই। তারপর যখন সমাধানের কোনো পথ খুঁজে পাইনা; হতা'শা নিয়ে মন কে সান্ত্ব'না দেই এই বলে- আল্লাহ তো আছেন। উনিই একটা সমাধান দিয়ে দিবেন। এরপর কিছুটা শান্ত হতে পারি।
দু'শ্চিন্তা কে'টে যায় তা না। শান্ত হতে পারি কারণ জীবনে যতবারই যতবড় বি'পদে পড়েছি আল্লাহর সাহায্যে কোনো না কোনো ভাবে সমাধান পেয়ে গেছি। আমি জানি আমি গু'নাগার তবুও মনের মধ্যে এই বিশ্বাস টা কখনো আমাকে হতাশ হতে দেয়না।
এমনও হয়েছে একটা সমস্যা নিয়ে খুব চিন্তি'ত ঠিক তখন ওই সম'স্যার উছিলাতে আমার বড় কোনো উপকার হয়ে যায়। তাই শত সমস্যার মাঝেও হাসতে পারি কারণ আমি জানি আল্লাহর উপর বি'শ্বাস রাখলে আল্লাহ কাউকে হতাশ করেন না।
আসলে মানুষের কত ক'ষ্ট তাই না? আমি একটু আগে স্টোরি দেখার জন্য ক্লিক করলাম। নিজের স্টোরি দিয়েই শুরু, পরে একের পর এক জনের স্টোরি চোখের সামনে আসতে লাগলো। আমি স্কিপ করলাম না। টানা অর্ধশতাধিক স্টোরি দেখে ফেললাম!
মানুষের কতো ক'ষ্ট, বে'দনা। মানুষের আসলে কতগুলো না বলা কথা থাকে! যেগুলোর কিছু অংশ স্টোরিতে সে শেয়ার করে। মানুষ অনেক সময় তার ক'ষ্টগুলো শেয়ার করার মানুষ খুজে পায়না বলে স্টোরিতে শোয়ার করে।যতগুলো স্টোরি দেখলাম তার বেশিরভাগই স্যাড।
ক'ষ্ট! ক'ষ্টি পাথর দিয়েও কি তা লা'ঘব করা যায়? তবে নিম'গ্ন হয়ে একা একা কোনো ,বিকেলের প্রা'ন্তরে ক'ষ্টগুলো ভেবে ভেবে চোখের থেকে নো'নতা জল ফেলানো বোধহয় সবাই পারে না,,,। সবাই হয়তো ক'ষ্টের কথাগুলো নিজের মাঝেই লুকিয়ে রাখতে পারে না। পারে না।মোম কতবার নিভু নিভু হয়ে আবার জ্বলে ওঠে, ওভাবেই ও শেষ হয়ে যায়। আমার হয়েছে এমন। কোনদিন না এভাবেই শে:ষ হয়ে যাই। অবশ্য ওভাবে শে'ষ হওয়ার আমার কোনো ইন'টেনশন নেই!
প্রায়োরিটি দেওয়ার নামে সবচেয়ে কাছের মানুষকেই মানুষ প্রায়োরিটি দিতে পারেনা।
মানুষ চায়, তার কাছের মানুষটি কুকুর হোক। প্রভুভক্তি নিয়ে পায়ের কাছে হাটু গেড়ে বসে থাকুক অনন্তকাল। মানুষ; তার প্রিয় মানুষের ব্যক্তিগত পৃথিবীর আয়তন ছোট করে দিতে চায়। যে আয়তনে সে তার নিজেকে ছাড়া অন্য কিছুর জন্যই আর স্পেস রাখেনা।
ভালোবাসা ব্যপারটা আসলে উদারতা নয়; এটা একটা সীমাবদ্ধতা। একটা শেকল। একটা বন্ধন।
সবচেয়ে কাছের মানুষের জন্য প্রয়োজনে জীবন দেওয়া যায়; অথচ তাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া যায়না।