US asks Iran to stop plotting against Trump | #bangladesh breaking news international
669 people have been appointed as state lawyers | #bangladesh breaking news national
Dr. cried in the courtroom during the hearing. Abdur Razzaq | #bangladesh breaking news politics
রুটি বেলার বেলুন খুন্তি ঝাড়ু হ্যাংকার চামচ এসব দিয়ে মায়ের শাসন পাওয়া আমাদের সেই বাল্যকাল ছিল প্রকৃত মানুষ গড়ার ভীত সত্য করে বলছি মায়ের সেই বৈচিত্র শাসন না পেলে আমাদের বাল্যকালটা নষ্ট স্মৃতিতে তলিয়ে যেত আজকের মত গর্বের হতো না আর আমরাও আজকের এই আমরা হতাম না দেশের চেয়ে বেশি করে দেব
বর্তমান শিশুদের বাল্যকালটা বড় একপিসে যান্ত্রিক এক ঘরেই যেটাতে আমাদের সময় শাস্তি হিসেবে পেতে হতো অথচ আজ সেটাকে ক্যারিয়ার গড়ার মাধ্যম ব্যবহার হয় ছোট থেকেই শিশুদেরকে বই কম্পিউটার স্মার্টফোন আর কোচিং এর মধ্যে বন্দি করে ফেলা হয় এরা সেই গোল্লা ছুটির মজা বুঝবে না বুঝবে না দুই টাকার ঝাল মুড়ি নিয়ে কাড়াকাড়ি করে জামাই দা পড়ানো সেই ঝগড়ার স্বাদ মায়ের বকুলের ভাই বন্ধুর বাড়ি থেকে জামা ধুয়ে আনা সেই স্মৃতির দাগ বুঝবে না এরা
পরশ্রীকাতরতা হিংসা কপোট্রাক প্রতিশোধ প্রবণতা এসব কোন কিছুই সেই সময়টাকে কুলুষিত করতে পারেনা সকালে লঙ্কা কান্ড বা দিয়ে বিকেলেই আবার একসাথে দেখা যায় আজ নাগ ফাটিয়ে বড়দিনে একসাথে গোল্লাছুট খেলতে দেখা যায় মন্দ বিষয়গুলো ছিল ঘর কুটোর মত যা কিছুক্ষণ পরেই ভেসে যায় আর সম্পর্ক গুলো ছিল পাথরে ক্ষুধায় কৃত নকচার মতো যাতে ধুলো পড়লেও মুছে যেত না মরতে চাইলেও পারা যেত না বাল্যকাল বুঝি এমনই হয় সবার বাল্যকাল অবশ্যই এমন হয় না
অথচ আজ উভয়ই ফ্যামিলি আছে জব আছে টাকা আছে নেই শুধু সেই দিনগুলো দুজনেই হয়তো ভাবছে এসব কিন্তু কেউ কিছু বলছে না মানুষ বড় হলে অনুভূতি আড়াল করে রাখার এক মারাত্মক প্রবণতা দেখা যায় বাল্যকালটা অবশ্য এর একদম বিপরীত সেখানে যে কেউ অকপটে তার মনের কথাগুলো গড়গড় করে বলে দেয় কোন রাগ নেই সেখানে কুটিলতার বালাই থেকে মুক্তি সেই সময়টা
Akhi Mustakim
Delete Comment
Are you sure that you want to delete this comment ?