লোকটি খানিকটা ভেবে নিয়ে বললেন আচ্ছা তোমার জন্য কোনটা বেশি প্রয়োজন তোমার হার্ট না কলিজা অর্থাৎ কোনটার মূল্য তোমার কাছে বেশি
তার স্ত্রী থমকে বলেন প্রতিউত্তরে কিছু বলতে না পেরে সেটা এড়িয়ে গিয়ে পুনরায় বললেন আচ্ছা মনে করো একটা ঝড় উঠলো আর আমরা তিনজন মাঝ নদীতে একটি নৌকায় আছি এখন তোমার মা এবং আমি পানিতে পড়ে গেলাম এই মুহূর্তে তুমি কার হাত ধরে নৌকায় তুলবে আর হ্যাঁ নৌকায় দুজনের বেশি উঠলে কিন্তু সেটাও ডুবে যাবে
বিনিয়কৃত এক চিমটি ভালোবাসা প্রক্রিয়ার জাত হয়ে এক সাগর ভালোবাসা হয়ে ফিরে আসে আবার বিনিয়োগ হলে সাত সাগর হয়ে ফিরে আসে এভাবে পুনর পৌলিক চলতেই থাকে
শর্ত কিন্তু দুটি
সুপাত্র
নির্মল ভালোবাসা
একবার এক লোককে তার স্ত্রী সরাসরি প্রশ্ন করল আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো তোমার মাকে না আমাকে অর্থাৎ তার মূল্য তোমার কাছে বেশি