Monir Hosain created a new article
2 d

Army can do whatever in magisterial capacity | #national Slider

Army can do whatever in magisterial capacity

Army can do whatever in magisterial capacity

Jumbangla Desk: Commissioned officers of the Bangladesh Army have received the power of executive magistrate for the next two months. This information was informed in a notification signed by Jeti Pru, senior assistant secretary of the Ministry of Public Administration, on the order of the

পুরুষ হওয়া মোটেও সহজ কাজ নয়! অনেক কিছু সইতে হয়। বউকে বেশি ভালোবাসলে বউ ভাড়ুয়া আবার মায়ের কথা শুনলে মাম্মাজ বয় শুনতে হয়। বাসার বাইরে থাকলে লাফাংগা আর বাসায় থাকলে আইলসা শুনতে হয়। বউকে চাকরি করতে দিলে বউয়ের কামায় খায় আর চাকরি করতে না দিলে ডোমিনেটিং শুনা লাগে। পুরুষ মানুষের কান্না করা যাবে না, আবেগ প্রকাশ করা যাবে না। পুরুষ হইতে গেলে স্ট্রং হইতে হবে। ইমোসন দেখাইলে হাফ লেডিস তকমা শুনতে হয়! কোন লাইনে দাড়ালে মেয়েদের আগে দাও, তুমি তো পুরুষ। তাতে যতই কাজ কাম করে ক্লান্ত হয়ে থাকনা কেন! কোন এক্সিডেন্ট হলে মেয়ে হইলে ইটস ওকে ভুল হয়ে গেছে। ছেলে হইলে আগে মাইর জুটে। পুরুষের জন্য দুনিয়াটা মোটেও সহজ নয়।

বালক,,
তোমার কাছে,
ভালোবাসার লাল গোলাপ চাই না
গো,,,
মুঠো ভরে
বকুল ফুল বা বকুলের মালা এনে দিলেই
চলবে,,,,,

ছোট একটি ছেলে খুব রাগী।

বাবা কিছুতেই ছেলের #রাগ নিয়ান্ত্রণে আনতে পারছেন না।

একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন।

একটি পেরেকভর্তি ব্যাগ দিয়ে বললেন,যতবার তুমি রেগে যাবে, ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ।

প্রথম দিনেই ছেলেটিকে ৩৭টি পেরেক মারতে হয়েছে।

কারণ, সে এদিন ৩৭বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল, তার রাগ অনেক বেশি-৩৭বার পেরেক মারতে হয়েছে।

আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ।

ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেনক মারা কমতে থাকল এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলোনা।

বাবা বুঝলেন, তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে।

এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বলতেন। বাবার আদেশ পালন করল ছেলেটি।

পেরেক তুলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন- দেখ, কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবেনা।

যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো,তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়-যা কখনোই আর মুছে যায়না বেটা।

তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর! 🙂

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘর টা বানিয়ে ছিলাম। তুমি তুফান দিয়ে উরিয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বললো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল, তোমাকে খাওয়ার জন্য! তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উরিয়ে দিলাম। আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেরে নেয়; এই জন্য যেন তাঁরা আমাদের ক্ষতির কারণ না হয়।🖤

একটা সময় পর আমি তোমায় ভুলে যাব, ঠিক যেমন তুমি ভুলে গেছো আমায় । হয়তো কষ্ট হবে, তবে এই কষ্ট সইতে সইতে ঠিকই ভুলে যাব একদিন। আর কখনো মনে করবো না তোমায়।

সবকিছু ভুলে গিয়ে জীবনের পথে নতুন করে পথচলা শুরু করবো। ভুল করেও পিছে ফিরে তাকাতে মন চাইবে না। একদমই ভুলে যাব তুমি কখনো আমার ছিলে। কখনো আমায় ভালোবেসেছিলে কিংবা আমি তোমায় ভালোবেসেছিলাম। ভুলে যাব কৃষ্ণচূড়ার ছায়াতলে বসে তোমার আমার গল্প করার অগণিত সেই সব দিন।

একদমই মনে পড়বে না তোমায়। যেমন তোমার এখন মনে পড়ে না আমার কথা। তুমি ভুলে যেওনা বলে ভুলে যাওয়ার পর আমিও বুঝতে পারলাম, মানুষ পরিবর্তনশীল। মানুষ চিরদিন কাউকেই মনে রাখে না। হোক সে যতোই কাছের মানুষ।কাছের মানুষ থেকে যেদিন তুমি আমায় দূরের মানুষ করে হারিয়ে গেলে আমি বুঝলাম ভালোবাসাও রং ব'দলায়।

ধীরে ধীরে সব বুঝতে শিখলাম - মানতে শিখলাম কাছের মানুষ একবার দূরের হয়ে গেলে সেই দূরত্ব কোনো কিছুতেই কমানো যায় না। দেখবে এভাবেই না দেখতে দেখতে, কথা না বলতে বলতে, তোমার মত করে না পারলেও একটু একটু করে একদিন ঠিকই ভুলে যাব তোমায়।
'সব ঠিক হয়ে যাবে' এই কথাটি একটা বিশ্রী ধরণের মিথ্যা কথা! সবকিছু সবসময় ঠিক হয়ে যায় নাহ! সবকিছু সময়ের ব্যবধানে সহ্য হয়ে যায় মাত্র।🖤
#মীম

অভিশপ্ত নক্ষত্র চেনো? চেনো কি এই বিদীর্ণ দর্পণ
তুমি আমায় চেনো কি...!

তুমি তো আমার সেই মানুষ যাকে দেখলেই ভালবাসতে ইচ্ছে করে। আগলে রাখতে ইচ্ছে করে। বাবুই পাখির মতো ছোট্ট একটা সংসার সাজাতে ইচ্ছা করে। কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে-ফুঁপিয়ে কেঁদে জমানো অভিমানগুলো বলতে ইচ্ছে করে। মাঝ রাতে মুভি দেখতে দেখতে গল্প করতে ইচ্ছে করে। ইচ্ছে করে যান্ত্রিক জীবন রেখে দূরে কোথাও চলে যাই তোমার বাহুডোরে শান্তির পরশে..!
তবে কেন এই দূরত্ব.?
কেন এত শোক.?
কেন এতো লুকোচুরি.?
এগুলো কি নিছক"ই কল্পনা নাকি কল্পনার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা..!
আমার কাছে একমাত্র বাস্তবতা আমি তোমাকে ভালোবাসি প্রিয় ( নানা ভাই )। যতদিন বেঁচে আছি এটাই থাকবে জীবনে।

"আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেনো সত্যি হয়!!".🖤

"পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহ'র দিকেই রয়েছে! "(সূরা আর-রাদ : ২৮)

"আলহামদুলিল্লাহ"

মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট!
আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ট!
আলহামদুলিল্লাহ!🤍