Students are the source of future hope and strength of our country much depends on how they spent they are time and energy now they have in the fast place to acure knowledge and experience secondly they have to look around and study the condition of people they are ways of living and the in what directions reforms are necessary
একদা একজন টেকো লোক ছিল দ্বীনের কাজ শেষে একদিন সে একটি গাছের নিচে বসল একটি মাছি এসে তার টাক মাথায় বসলো এবং তাকে বিরক্ত করল লোকটি মাসটিকে আঘাত করল কিন্তু সে আঘাত শুধু তার নিজের মাথায় রাখলো পুনরায় মাছটি তাকে বিরক্ত করল কিন্তু এবার সে বুদ্ধিমানের মতো কাজ করলো এবং নিজেকে বলল যদি তুমি ক্ষুদ্র শত্রুর সঙ্গে ঝগড়া করো তাহলে তোমার ওই ক্ষতি হবে।
দুই বন্ধু একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল পথিমধ্য তারা তাদের দিকে একটি ভাল্লুককে অগ্রসর হতে দেখল এক বন্ধু অপর বন্ধু নিরাপত্তার জন্য চিন্তা করল না সে তাড়াতাড়ি একটি গাছের উপরে উঠে পড়ল স্বার্থপরের মত তার বন্ধুকে সেই সাহায্য করল না উঠালো না এবং ডালপালার মধ্যে নিজেকে আড়াল করল এবং বাকি সে নিজে অজ্ঞানের মত হয়ে শুয়ে পড়লো তখন ভাল্লুক তার কানে পরীক্ষা করল অবশেষে দেখা গেল তার কোন নিঃশ্বাস নেই তারপর ভাল্লুকটি চলে গেল অতঃপর উপরের কাছে ওঠা ছেলেটি নিচে নেমে এলো এবং তার বন্ধুকে বলল তোর কিছু হয়নি তখন বন্ধুটি বলল না বিপদের সময় বন্ধুকে চেনা যায়