আমাদের সত্য কথা বলার মত সৎ সাহস থাকা উচিত সবসময় সত্য কথা বলা উচিত মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা উচিত মিথ্যা কথা বললে পাপ হয় সত্যের মুখোমুখি সব সময় দাঁড়ানো উচিত সত্য কথা বলা উচিত মানুষকে ভয় করার প্রয়োজন নেই একমাত্র আল্লাহ ছাড়া আমরা আল্লাহকে ভয় করে তার এবাদত বন্দেগী করবো এবং অপরকেও এবাদত করার জন্য উদ্বুদ্ধ করব এমনকি অন্যেরা আমাদের নিয়ে কি ভাববে তাও পরোয়া করার দরকার নেই যতক্ষণ আমাদের উদ্দেশ্য থাকবে ততক্ষণ পর্যন্ত সৃষ্টি কর্তা আমাদের সহায়ক থাকবেন এবং তার সহায়তায় আমরা দুর্বলকে উৎসাহিত করতে পারব এভাবে আমরা জীবন পথে অগ্রসর হতে পারব এবং খুঁজে নিতে পারব জীবনের লক্ষ্য
আমরা সমাজে বাস করি তাই আমাদের অবশ্যই অপরের সঙ্গী শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বাস করে শিক্ষা গ্রহণ করতে হবে পাড়া-প্রতিবেশীর আত্মীয়-স্বজনের খোঁজখবর নিতে হবে সবার বিপদে সবাইকে এগিয়ে যেতে হবে সবার পাশে দাঁড়াতে হবে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে অপরের জীবন ও সম্পত্তির প্রতি আমাদের সম্মান পোষণ করতে হবে অপরের ভালো দেখে হিংসা করা যাবে না অপরকে সম্মান দিলে নিজের সম্মান পাওয়া যাবে সমাজের প্রতি আমাদের অশিষ্ট্য তো কর্তব্য রয়েছে
বড়দের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত তাদের উপস্থিতিতে আমাদের নমর হওয়া উচিত এবং সেখানে হাসাহাসি একেবারে অনুচিত অনেক বালক ও তরুণ তাদের তুচ্ছ বিবেচনা করে তারা তাদের সামনে গন্ডগোল হাসাহাসি ও উদ্ধারত ভাবে চলাফেরা করে থাকে এমন আচরণ সর্বত্রভাবে বর্জন করা উচিত এমন আচরণ শিষ্টাচার ও নম্রতার মত এমন চমৎকার আর কিছু নেই
স্রষ্টার রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের কর্তব্য রয়েছে স্রষ্টা আমাদের সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন সমাজ আমাদের জন্য যে সেবা দিচ্ছে তার জন্য আমরা তার কাছে ঋণী আমাদের সমাজ হলো যন্ত্রের মত আর আমরা তার অংশ আমাদের প্রত্যেককে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে অন্যথায় সমাজের উন্নতি হবে না
কথা রয়েছে অনেক শক্তি এটি সহায়তা কিংবা আঘাত করতে পারে আশীর্বাদ কিংবা অভিশাপ দিতে পারে গরুর কথা অনেক ক্ষতিসাধন করতে পারে ভালো কথা অনেক মঙ্গল বই আনে রোর কথার দ্বারা আমরা বন্ধুর সুখ নষ্ট করতে পারি কিন্তু মধুর কথার দ্বারা বিষন্ন হৃদয়কে উৎফুল্ল করে তুলতে পারি যার জন্য কোন খরচ হয় না একটি ভালো কথা প্রায় একটি ব্যয়বহুল উপহারের চেয়ে দামি
Kader 11
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Sadia Akter
Delete Comment
Are you sure that you want to delete this comment ?