চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের অলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙ্গে ফেলো সে শিকল যে ঘুমটা তোমায় করেছে ভীরু উড়াও সে আবরণ, আজ সফলতায় পেয়েছে নারীর দীর্ঘ আত্মবিশ্বাস ও সংগ্রামের ফলে।
আম্মার সাথে শুয়ে শুয়ে গল্প করতেছি, আমি ছোট বেলায় কি কি করতাম সবকিছু বলতাছেন আমাকে। আমিও হাসতেছি আম্মাও হাসতেছেন। পৃথিবীর সুন্দর দৃশ্যের ভিতরে এটি একটা 🤍
আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাচাইছে প্রাণ মাছ ধরা ধান তার জলভরা দিঘী চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন।
ঝামেলাটা হচ্ছিলো বাবা মায়ের মধ্যে। আমি আগ্রহ দেখিয়ে দুজনকে থামাতে গেছিলাম। এই মুহূর্তে সমস্যার কেন্দ্রবিন্দু আমি। আমি নিরামিষ খাই না, আমি বাড়ির কাজ করি না, আমি বোতলে পানি ভরি না, আমি সারাক্ষন ফোন ঘাঁটি ইত্যাদি ইত্যাদি। 🙂