আলোর রূপ ফুটিয়ে তোলার জন্য যেমন অন্ধকার একান্ত প্রয়োজন তেমনি দুঃখ-বেদনা ও অভাবের তীব্র জ্বালা আছে বলে আমাদের জীবনের সুখ আনন্দ ও স্বাচ্ছন্ন এত কাম্য। তাই বলা যায় দুখের মত এত বড় পরশপাথর আর নেই। দুঃখ সয়েই আমরা সুখের আনন্দ ও রহিমাকে উপিলিপ্ত করি। বস্তুত আলো ও আঁধারের যুগল অস্তিত্ব প্রকৃত ও জীবনের বৈশিষ্ট্যকেই তুলে ধরে। জীবনের এই বাস্তবতার মধ্যেই আমাদের পথ চলতে হবে।
Easmin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?