ইসলামে বলা হয়েছে এমন কোনো কথা আমাদের জন্য উপকারের না তা হতেই পারে না।

আজ শুধু একটা জিনিস নিয়ে কথা বলবো আমি অনেক অনেক সামান্য জানি কিন্তু এটা মানি যেকোনো কিছু ইসলামে বলার পিছনে আল্লাহর আদেশের পিছনে আমাদের জন্য কল্যাণ রয়েছে।

মানুষ যে বলে দেবর ভাইয়ের মত তাহলে কেন পর্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক দেবর, ভাশুর, দুলাভাই এর ক্ষেত্রে বলা হয়েছে। আসলে আপন ভাই ব্যতিত ভাই এর মত বলতে কোনো কথাই হয় না সব সমাজের বানোয়াট।

সবচেয়ে খারাপ লাগে যখন এগুলো কোনো ইসলামিক জ্ঞান সম্পন্ন মানুষের মুখে শুনি। সমাজের কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না। সমাজের কেউ আমার হয়ে জাহান্নামের আগুন ভোগ করবেন না।
যেখানে আমার নত হতে হবে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর জন্য সেখানে নত হবো কিন্তু যে বিষয় সমাজের বানোয়াট। আগে বহুত ভুল করেছি তাই সারাজীবনই ভুল করে যেতে চাই না আর।
আল্লাহ সবার সহায় হক। আমিন

হজরত মুসা (আ) একবার আল্লাহ তাআলা কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ! যখন কোনো নেক বান্দা আপনাকে ডাকে তখন আপনি কি উত্তর দেন।?

আল্লাহ বললেন, আমি বলি "লাব্বাইক"

মুসা (আ) আবার জিজ্ঞাসা করলেন, আর গুনাহগার বান্দা ডাকলে কি বলেন?

আল্লাহ বললেন, তখন আমি তিন বার বলি, "লাব্বাইক" "লাব্বাইক" "লাব্বাইক"

মুসা (আ) বললেন, নেক বান্দাকে এক বার লাব্বাইক, আর গুনাহগার কে তিনবার কেনো?

আল্লাহ বললেন, হে আমার প্রিয় মুসা, নেক বান্দার নিজের নেকীর উপর ভরসা থাকে আর গুনাহগার বান্দার তো শুধু আমার রহমতের উপর ভরসা করে

সুবহানআল্লাহ🌺🌺

-মাওলানা জুলফিকার নকশবন্দী।

Md Shakib changed his profile picture
3 d

image

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

Monir Hosain created a new article
3 d

Youth Dal leader killed in joint force operation in Mymensingh | #national

Youth Dal leader killed in joint force operation in Mymensingh

Youth Dal leader killed in joint force operation in Mymensingh

Jumbangla Desk: A youth leader named Saidul Islam (40) was arrested in Mymensingh for various misdeeds including land grabbing, Balur Ghat occupation, extortion from local businessmen, display of weapons and other misdeeds.
Monir Hosain created a new article
3 d

I have done journalism, the government has no benefits, claims Shyamal Dutt | #national

I have done journalism, the government has no benefits, claims Shyamal Dutt

I have done journalism, the government has no benefits, claims Shyamal Dutt

Jumbangla Desk: I have done journalism, I have never had any benefits from the government. The editor of Bhorer paper Shyamal Dutta made such a claim during the court hearing on Tuesday (September 17). The court has granted seven days remand to Fazlu after the hearing of the case filed at
Monir Hosain created a new article
3 d

Damage of 14 thousand 269 crore rupees due to flood, 9.5 lakh people affected | #national Slider

Damage of 14 thousand 269 crore rupees due to flood, 9.5 lakh people affected

Damage of 14 thousand 269 crore rupees due to flood, 9.5 lakh people affected

Jumbangla Desk: A total of 14 thousand 269 crore 68 lakh rupees has been damaged in the recent flash floods in 11 districts of the north-eastern part of the country.
Jannat Akter created a new article
3 d

Witcher:nightmare of the wolf | #animation

Witcher:nightmare of the wolf

Witcher:nightmare of the wolf

Witcher: Nightmare of the Wolf হলো একটি অ্যাকশন-প্যাকড এনিমেটেড ফিল্ম যা ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়।এ সম্পর্কে বিস্তারি

আল্লাহ তায়ালার বরকত আর রহমত সম্পর্কে যদি আপনি অনুভব করতে পারেন।
সারাদিন শুকরিয়া করেও তার শুকরিয়া জ্ঞাপন করা শেষ হবে না।
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার নিকট কোটি কোটি শুকরিয়া আমার জন্য সকল রাস্তা কে এত সহজ এবং এত সুন্দর করে পরিকল্পনা করে রেখেছিল।
আমি সারাদিন তার শুকরিয়া করলেও মনে হয় না শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো।দুনিয়ার জন্য সামান্য পরিশ্রমের মাধ্যমে আমি যতটুকু সফলতা অর্জন করতে পেরেছি এটাতে কোন সন্দেহ নেই এটা আল্লাহর জন্য পসিবল হয়েছে।নয়তোবা এত কিছু অর্জন করা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না।।
আমি কখনো টাকা খরচ করতে গিয়ে ভাবতাম না যে কেন খরচ করছি।আমার কখন আফসোস হতো না।
আমি কখনো কোন কিছু করতে দ্বিধাদ্বন্দ করতাম না।
অল টাইম আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছি।
বিশ্বাস রাখুন আল্লাহর উপরে ইনশাল্লাহ আপনার পথ সহজ হয়ে যাবে ।
কিন্তু এমন না যে আমি কখনো শয়তানের ধোঁকায় পড়িনি। অলটাইম শয়তান ধোঁকা দিয়েছে। আমি চেষ্টা করেছি আল্লাহর কাছে মাফ চাওয়ার।
ভুল ত্রুটি আমাদের দ্বারা হবেই আমরা মানুষ ভুল করেও বারবার ফিরে যেতে হবে।

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।

তুমি কখনই হারামের মধ্যে থেকে হালাল ভাবে চিন্তা করতে পারবা না। শয়তান দিবেই না করতে।

সবার আগে হারাম সব কিছু কে নিজের থেকে দূরে নিতে হবে। আমরা অনেক সময় বুঝিই না কোনটা হারাম আর কোনটা হালাল। শয়তান বিভিন্ন যুক্তি দাড় করায় আমাদের সামনে যার মাধ্যমে নিজেদের হারাম কাজ গুলো কে আমাদের হারাম মনে হয় না।
হালাল রুজির মাধ্যমে বরকত রহমত এবং সম্পদশালী হওয়া যায় ভালো থাকা যায়। শুধু হারাম এবং শয়তানকে ত্যাগ করতে পারলেই প্রশান্তিময় জীবন অপেক্ষা করছে সকলের জন্য।।

হারাম শুধু সুদ ঘুষ এগুলো না আরো অনেক কিছু রয়েছে। একটু চিন্তা করুন আপনি যে কাজটি করছেন বা যেখান থেকে আপনার ইনকাম আসছে সেটা আল্লাহ করতে বলেছি কি বলেনি বললে সেটা হালাল আর না বললে সেটা হারাম ।
হারামের মাধ্যমে আয়েশ করতে পারবেন কিছু দিন কিন্তু হারাম আপনার জীবনকে ধ্বংস করে দিবে।।।

আমরা দুনিয়াতে যা কিছু করছি অনেকেই বলে সকল কিছু আল্লাহর ইচ্ছায় হয় না। আল্লার ইচ্ছা যিনা, পরকীয়া , হারাম, সুদ ঘুষ নয়। এগুলো আল্লাহ তাআলার অনুমোদিত হয় আল্লাহর ইচ্ছাতে নয়।
আল্লাহ তাআলা অনুমতি দেয় কর তোমার যা ইচ্ছা কিন্তু কাল বিচার দিবসে সকল কিছুর বিচার এবং শাস্তি নির্ধারিত রয়েছে।।।