স্ত্রীকে ভালোবাসুন
১. স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তাকে গালি দেবেন না, তাকে খারাপ বলবেন না, কখনও বলতে যাবেন না তুমি দেখতে কালো/ঠোঁটটা বেশি মোটা/শারীরিক গটন নিয়ে খোটা দিবেন না।
২. কখনও রান্নার ভুল ধরবেন না, একটু লবন কর্ম হলেই বলবেন, যা তোর রান্না খারাপ, কোনোদিন ভালো খাবার পেলাম না। এটা রাসূল (সাঃ) এর সুন্নত। সবসময় প্রশংসা করুন, গালি দেবেন না, গালমন্দ করবেন না।
৩. যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।
৪. যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে।
৫. যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভালো রান্নার চেষ্টা করেছে।
৬. তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব
(তিরমিজি) (তিরমিজি: ৩৮৯৫) (তিরমিজি: ১৮৩)
নতুন স্ত্রী গ্রহণ
অথবা চতুষ্পদ জন্তু ক্রয়ের সময় কপালে হাত রেখে পঠিতব্য দো'অ
695 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
"আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা খয়রহা- ওয়া খয়রা মা- জাবালতাহা- 'আলায়হি ওয়া আ'ঊযুবিকা মিন্ শাররিহা- ওয়া শার মা- জাবালতাহা- 'আলায়হি"
হে আল্লাহ! আমি তোমার কাছে তার কল্যাণ এবং তাকে যে সৎ চরিত্রের সাথে সৃষ্টি করেছো তার কল্যাণকর কাছে আমি তার অনিষ্ট ও তাকে যে খারাপ স্বভাবের সাথে সষ্টি করেছো তা হতে
সূরা আল বাকারা | ##সূরা বাকারা