হুআল্লা হুল্লাজি লা-ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতি, হুয়ার রহমানুর রহিম।
হুআল্লা হুল্লাজি লা-ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মু'মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির।
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুআল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাওয়্যিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ্, ওয়াহুয়াল আযিযুল হাকিম।
দোয়া মাছুরা
আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা। ওয়া লা ইয়াগ ফিরুষ যুনুবা ইল্লা আনতা ফাম্ফির লী। মাগফিরাতাম মিন ইনদিকা। ওয়ার হামনী। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।
অর্থঃ হে আমার আল্লাহ্! আমি আমার নফসের উপর অত্যন্ত যুলুম করিয়াছি, তুমি ব্যতীত পা মার্জনাকারী কেহই নাই। অতএব হে আল্লাহ্! অনুগ্রহ পূর্বক আমার পাপ ক্ষমা কর এবং আমার উপর দয়া কর। নিশ্চয়ই তুমি দয়াময় ও পাপ
সূরা কুরাইশ
لِايْلُفِ قُرَيْشٍ 1 الْفِهِمْ رِحْلَةَ الشِتَاءِ وَالصَّيْفِ 2 فَلْيَعْبُدُوا رَبُّ بِذَا الْبَيْتِ 3 الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ 4 وَأَمَنَهُمْ مِّنْ خَوْفٍ
উচ্চারণ: ১. লি-ঈলা-ফি কুরাইশ। ২. ঈলা-ফিহিম রিহ-নাতাশ-শিতাই ওয়াস-সাঈফ।
৩. ফাল-ইয়া-বুদু-রাব্বা হা-যান বাঈত।
৪. আল্লাযী-আতা'আমাহুম মিন জু'ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
অর্থ: যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত। অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে (ইয়ামান ও শামে) সা করতে অভ্যস্ত। তাই তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয়-ভীতি হ-ে তাদেরকে নিরাপদ রেখেছেন।
Share