১
কন্টেন্ট শেয়ার ও কপি সংক্রান্ত নিয়ম
কমিউনিটির মান বজায় রাখতে কপি কনটেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
- •অন্য কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি কপি-পেস্ট করা পোস্ট/কনটেন্ট শেয়ার করা যাবে না।
- •পরপর ৩টি কপি পোস্ট করলে একাউন্ট ব্যান করা হবে।
- •কপি করা পোস্ট দিয়ে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান/সাসপেন্ড হবে।
- •কপি কনটেন্টের জন্য কোন পেমেন্ট এপ্রুভ করা হবে না; ভুলবশত এপ্রুভ হলেও পেমেন্ট প্রদান করা হবে না।