পাকিস্তানের এক মাওলানার বয়ানের একটা কথা আমার মাঝে মঝেই মনে পড়ে।

তাকে একজন মহিলা জিজ্ঞাসা করেছিল যে বোরকা পরিধান করে ফেসবুকে ছবি দেওয়া যাবে কিনা।

তিনি বলেছিলেন কিছুটা এমন ভাবে যে মানুষ প্রথমে বোরকা পড়ে পিক দেয় পড়ে লাইক কমেন্ট এর লোভে আস্তে আস্তে হাত বের করে পিক দেয়, পরে মুখ বের করে তারপর হিজাব বোরকা ছাড়া।

আমার আইডিতে আমি একজন কে আমি খেল করেছি সে ঠিক এইটাই করেছে প্রথমে মুখ ঢেকে পিক দিত এখন তো হিজাব ছাড়াই পিক দেখি তার ফেসবুকে।

এমন ও মানুষ আছে যারা আগে অনেক পিক দিতো আস্তে আস্তে না দিতে দিতে এখন ১০০ বার ভাবে নিজের পিক তো দূরের কথা একটা রিল পোস্ট করতে গিয়েও ভাবে এইটা আমার করবে আজাব আনবে না তো আমার মৃত্যুর পর।

আমার মনে হয় যারা ফেসবুক দেখায় তারা হয়তো অনেক হতাশ তাদের জীবন নিয়ে। তাই অন্যের মতামত দরকার সব কিছুতেই।কয়েকটা লাইক পাওয়ার জন্য মানুষ যে কত কিছু হারাচ্ছে তারা নিজেরাও জানে না।

আর নজর অনেক খারাপ। পার্সোনাল জিনিসগুলো পাবলিকলি দেখালে অনেক সমস্যা হয়। যারা দেখান তারা অবশ্যই বুঝে বাট এই কারণে হচ্ছে এইটা ফাইন্ড আউট করতে পারেনা।

image