রাসুলুল্লাহ ﷺ ইন্তেকালের পরে হযরত বেলাল ইবনে রাবাহ [রায.] আর এক ওয়াক্ত নামাজের জন্যও আজান দেননি! সাহাবায়ে কেরাম [রাদিআল্লাহু আনহুম] আজান দেওয়ার জন্য অনেক পিড়াপীড়ি করলে তিনি সাদামাটা উত্তর দিয়েছেন, 'আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছেন' আমি আজান দিতে পারবো না।
.
শাম বিজয় হলে হযরত ওমর ইবনুল খাত্তাব [রায.] ও হাজার হাজার সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। সকল সাহাবাদের আগ্রহ জাগলো, আজকের এই আনন্দের দিনে হযরত বেলাল যদি বিজয়ের আজান দিতেন তাহলে আনন্দটা আরো বেড়ে যেতো! তখন হযরত আবু উবাইদা [রায.] দাঁড়িয়ে বেলাল [রায.] কে অনুরোধ করে বললেন, হে বেলাল! আজান দিন, আজ তো বিজয় ও আনন্দের দিন।
.
হযরত বেলাল [রায.] দাঁড়িয়ে 'আল্লাহু আকবার ' 'আল্লাহু আকবার ' আজান দিতে লাগলেন। উপস্থিত সকল সাহাবা অঝোরে কাঁদতে লাগলেন। ওমর [রায.] সবচেয়ে বেশি কাঁদতে ছিলেন।
.
হযরত বেলাল [রায.] যখন ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ বললেন সাথে সাথে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। পুরো শহরে ক্রন্দনের রুল পড়ে গেল।
.
‘‘মুহাম্মাদ ﷺ এর পূর্বে পৃথিবী তার মতো আর কাউকে হারায় নি এবং তার পরে কেয়ামত পর্যন্ত আরো কাউকে হারাবে না।’’

(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

image