সাপ নিয়ে অন্তত ছয়টি বই আছে আমার লাইব্রেরীতে।

চন্দ্রবোড়া মূলত একটি নিশাচর সাপ। এর মূল খাবার হচ্ছে ইঁদুর।

স্ত্রী চন্দ্রবোড়া মে থেকে জুলাই মাসে বাচ্চা দেয় প্রায় ৬ থেকে ৬৩ টি।

এটি চলাফেরা করে খুবই ধীরে, কিন্তু আক্রমণ করে বিদ্যুৎ বেগে।

অনেকে বলছেন এটি নিজে থেকে তেড়ে আসে। কথাটি সত্য নয়। নিরুপায় হয়ে শেষ প্রতিকার হিসেবে এরা কামড় দেয়। এর আগে হিস হিস শব্দ করে। অধিকাংশ মানুষ রাতের বেলায় এর কামড় খায়।

সাপেদের বিবর্তনের সর্বোচ্চ স্থানে এই ভাইপার বা বোড়া। এরা প্রচুর বিষ করতে পারে কিন্তু গোখরার মত এদের বিষ ততটা তীব্র নয়।

ইঁদুরের উৎপাত যেখানে বেশি, সেখানেই তার থাকার সম্ভাবনা বেশি। এছাড়া এখন পানির জন্য তাদের থাকার জায়গা কমে যাওয়ায় এরা ইঁদুর ছাড়াও আসতে পারে।

কাজেই সাবধানে থাকুন, আতংকিত নয়।

সতর্কতা ছড়ান, আতংক নয়।

শুভকামনা সবাইকে।
ডা.আবরার জাবের

image