মেয়েরা স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসে,
ডাইরির ভাজে প্রিয় মানুষদের দেওয়া ফুল সযত্নে মায়ের চোখ আড়াল করতে পারে,
এক পাতা টিপ, কাচের ভাঙা টুকরোগগুলো তারা জমিয়ে রাখতে জানে ,
তাদের একগুণ ভালোবাসা দিলে, তারা জমিয়ে দ্বিগুণ করে দিতে পারে,
মাস ছয়েক আগে কাপড় কাচতে গিয়ে স্বামীর পকেটে থাকা টাকাটাও বছর খানেক পর স্বামীর বিপদে নিসংকোচে বের করে দিতে।
দশ মাস দশদিন নিজ সন্তানকে উদরে ধারণ করতে জানে,
বাকি জীবনে সন্তানের বিপদে নিজেকে সপে দিতেও জানে।
মেয়েরা স্মৃতি, ভালোবাসা, অভিমান জমিয়ে রাখার অদ্ভূত ক্ষমতা নিয়ে জন্মায়।

image