ইসলামে বলা হয়েছে এমন কোনো কথা আমাদের জন্য উপকারের না তা হতেই পারে না।

আজ শুধু একটা জিনিস নিয়ে কথা বলবো আমি অনেক অনেক সামান্য জানি কিন্তু এটা মানি যেকোনো কিছু ইসলামে বলার পিছনে আল্লাহর আদেশের পিছনে আমাদের জন্য কল্যাণ রয়েছে।

মানুষ যে বলে দেবর ভাইয়ের মত তাহলে কেন পর্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক দেবর, ভাশুর, দুলাভাই এর ক্ষেত্রে বলা হয়েছে। আসলে আপন ভাই ব্যতিত ভাই এর মত বলতে কোনো কথাই হয় না সব সমাজের বানোয়াট।

সবচেয়ে খারাপ লাগে যখন এগুলো কোনো ইসলামিক জ্ঞান সম্পন্ন মানুষের মুখে শুনি। সমাজের কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না। সমাজের কেউ আমার হয়ে জাহান্নামের আগুন ভোগ করবেন না।
যেখানে আমার নত হতে হবে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর জন্য সেখানে নত হবো কিন্তু যে বিষয় সমাজের বানোয়াট। আগে বহুত ভুল করেছি তাই সারাজীবনই ভুল করে যেতে চাই না আর।
আল্লাহ সবার সহায় হক। আমিন