আমাদের একটা কমন কথা আছে, যা হচ্ছে, আমরা যা করছি সবই আল্লাহর ইচ্ছায়।
আপনি খারাপ পথে চলছেন, যিনা করছেন, পরকীয়া করছেন, মিথ্যা বলছেন এগুলো আল্লাহর ইচ্ছা? এইটা বলার আগে আপনার মনে ভয় হয় না?কাকে কি বলছেন?
আপনার নিকট আল্লাহ দুইটি পথ খোলা রাখে- এক ভালো, অন্যটি খারাপ। এখন আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছেন সিদ্ধান্ত। আপনি যেটি বেছে নিবেন ওইটাই আল্লাহ অনুমতি দিবেন।
কিন্তু আল্লাহর ইচ্ছা আর অনুমতি এক নয়। আল্লাহ বলে দিয়েছেন খারাপ সব কিছুর জন্য শাস্তি দিবেন। তারপর ও খারাপ পথ বেছে নিলে, আপনি আপনার ইচ্ছায় বেছে নিয়েছেন। আল্লাহ অনুমতির দিয়েছে যে তুমি করো কিন্তু এর জন্য শাস্তি রয়েছে।
তারপরও কেউ কেউ বলবে সব আল্লাহর ইচ্ছায় হয় সে খারাপ কাজ করছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ করাচ্ছে। আসলে আল্লাহর ইচ্ছায় না আল্লাহ অনুমতিতে। আল্লাহর অনুমতি ব্যতিত আমরা কোনো কাজ করতে পারি না।
তাই আমাদের কাজের অনুমতি আল্লাহ দেয় তার মানে আল্লাহ খারাপ কাজ করায় এমনটা না।
আপনার কাজের বিষাক্ততা আল্লাহর উপর চাপিয়ে দিবেন না, আপনার শাস্তি আর বাড়াবেন না।