শ্রেণী: চতুর্থ
বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১/ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও
(ক)বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে?
(খ)আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত?
(গ)কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই?
(ঘ) আগুন লাগার দুইটি কারন উল্লেখ কর।
(ঙ)বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখ।
(চ)বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত?
(ছ)অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ কর।
(জ)বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখ।
(ঝ)কোন শতাব্দী থেকে বাংলা সাহিত্য চর্চা বিকাশিত হয়?
(ঞ)বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখ।
(ট)ভাষা আন্দোলন কখন হয়েছিল?