ফুলের মত পবিত্র হচ্ছে মানুষের সুন্দর মন। তাই ফুল নিয়ে কোন ক্যাপশন লেখার প্রয়োজন হয় না। ক্যাপশন লেখার প্রয়োজন হয় মানুষের সুন্দর মন নিয়ে।

কারণ মানুষের সুন্দর মনের মধ্যেই রয়েছে হাজার সুখ আবার হাজারো দুঃখ। তাই সুখ ও happy হচ্ছে একটি আপেক্ষিক জিনিস। চাইলেই আমরা নিজেদের কে সুখি বা happy করতে পারি না। তবে চেষ্টা করতে পারি।

সুন্দর সুখের ক্যাপশন ও স্ট্যাটাস শেয়ার করে আমরা আমাদের মনকে ভালো করতে পারি। অন্যদেরকেও হাসাতে পারি। তাই যারা হ্যাপি বাংলা শর্ট ক্যাপশন অনুসন্ধান করছেন। তারা নিচের ক্যাপশন গুলো লক্ষ্য করুন।