নাসার গবেষণা দলে কেন্দুয়ার তারিকুজ্জামান

যুক্তরাষ্টের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) -র মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণায় গবেষক দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ গবেষক নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোহাম্মদ তারিকুজ্জামান।

এ ব্যাপারে গতকাল বুধবার (৯অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে তারিকুজ্জামানের সাথে কথা হলে তিনি বিষয়টি জানান।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। এ গবেষণার জন্য নির্বাচিত ৪ জনের মধ্যে একজন নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোহাম্মদ তারিকুজ্জামান।

তিনি লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের পিএইচডির ছাত্র।
তারিকুজ্জামানে বলেন, ‘বর্তমানে মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। আমরা মানুষের মূত্র ব্যবহার করে মাটি ছাড়া মহাকাশে কৃষি চাষের সম্ভাবনা দেখছি। আমাদের দলটি আরো নতুন নতুন প্রকল্প নিয়ে নতুন কিছু আবিষ্কার করার কথা ভাবছি।

সকলের কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে গবেষণায় বিশ্বে বাংলাদেশের সুনাম ও সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করেন তিনি।’

মোহাম্মদ তারিকুজ্জামান বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ি গ্রামে। ২০১৪ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করেন তিনি।

শিক্ষা জীবনে তিনি সকল ক্ষেত্রেই কৃতিত্বের সহিত মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি আমেরিকার লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (২০২১-২০২৩), পিএইচডি ইন মাইক্রো এন্ড ন্যানোস্ক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এ (২০২১-২০২৫) অধ্যয়নরত।

তারিকুজ্জামানের বড় ভাই জিলু মিয়া বলেন, ‘ভাইয়ের এ সাফল্যে আমরা অনকে খুশি। এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে ছোট ভাই গবেষণায় বিশ্বে বাংলাদেশ তথা কেন্দুয়ার সুনাম-সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করনে তিনি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ‘আমি আপনার মাধ্যমে জেনেছি কেন্দুয়া উপজেলার পেড়ী গ্রামের মরহুম মমতাজ উদ্দিন সাহেবের সন্তান মোহাম্মদ তারিকুজ্জামান নাসা'র গবেষক হিসেবে নিযুক্ত হয়েছেন। আমি তার সফলতা কামনা করি।’

সুত্র-কালের কন্ঠ