যখনই রাসুল ﷺ -এর কোনো নাতি জন্ম নিতেন, রাসুল ﷺ তার ডান কানে আজান দিতেন- যাতে শিশুর কর্ণকুহরে গুঞ্জরিত প্রথম শব্দ হয় রবের বড়ত্ব ও মহত্ত্বব্যঞ্জক আওয়াজ। আবু রাফি (রাঃ) বলেন, 'ফাতিমার যখন সন্তান হলো আমি দেখলাম, রাসুল ﷺ নামাজের আজানের মতো করে হাসানের কানে আজান দিচ্ছেন।
সুনানু আবু দাউদ, ৫১০৫
Like
Comment
Share