কোথায় যেনো একটা লেখা পড়েছিলাম। লেখাটা কেনো জানি মাথা থেকে সরাতে পারিনা দীর্ঘ একটা সময় যাবত। "তোমাকে একজন পেয়েছে মানে, আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।"
লেখাটা খুব ছোট, কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর, কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে; অপেক্ষা করে যাচ্ছে।
অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো। সে জানেও না সে যাকে নিজের করে পেলো, তাকে পেতে একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।😊😊
Like
Comment
Share