জীবন ধর্মের জন্য অর্থের প্রয়োজন অপরিহার্য। প্রার্থীর জীবনে অর্থ বা বিদ্যমানুষের একান্ত কামনা। অথবা সম্পদের মুহে মানুষ জীবন সংগ্রামে লিপ্ত হয়। মানুষ তার কাঙ্খিত অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে এবং নানা প্রতিকূল অবস্থার মোকাবিলা করে। অর্থ মানুষের আজীবন প্রয়োজন মেটায় পড়ে অর্থ ছাড়া জীবন অর্থ কিংবা মূল্যহীন বলে বিবেচিত হয়। তাই সারা জীবন মানুষ অর্থে পেছনে। বর্তমান পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দ্বারাই প্রতিপত্তি ও সম্মান নিজ নিজ হয় বলে কি করে অশ্র উপার্জন করা যায় তার জন্য মানুষের চেষ্টার অর্থ নেই।
Like
Comment
Share