অন্যায়ের পথে অর্জিত অর্থ মানুষকে বিবেকহীন ও দ্বান্দ্বিক করে তোলে। ওকে লালসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায়। চরিত্রহীন হয়ে মানুষ সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়। পৃথিবীর সকল দন্ত সংখ্যাত অশান্তির মূলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে অর্থ। অর্থ-সম্পদের সাথে রাষ্ট্র যুদ্ধের কন্যাদোনা যাবে, শ্রমিকের মালিক এভাবে বাঁধে মতবির, ভাইয়ে ভাই শুরু হয় চরম শত্রুতা। অর্ধের লোকের মানুষ মানুষকে খুন করে। তাই জগতের সব অশান্তি ও অনৈতিক মূলে রয়েছে অর্থ। পথের লোভেই মানুষ নৈতিকতা বিসর্জন দেয়। অর্থই মানুষকে ভুল পথে চালিত করে।