সৃষ্টিকর্তা আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন পৃথিবীতে অন্ধকারের অভাবে আলোর গৌরব ম্লান হয়ে যায়। আলো এবং অন্ধকার পরস্পর বিপরীত ধর্মী হলেও একে অপরের পরিপূরক। মানব জীবনের সর্বত্রই আলো আঁধার স্বরূপ সুখ-দুঃখের সমাবেশ দেখতে পাওয়া যায়। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা মাত্র। জীবনে আলো আঁধার সুখ-দুঃখ আনন্দ বেদনা পাশাপাশি আছে বলেই জীবনে প্রকৃত বৈশিষ্ট্য সহজে অনুধাবন করা যায়। আলো আঁধার পৃথিবীর শ্রেষ্ঠ থেকেই বৃদ্ধা মন। আলো আঁধার দুটি বাস্তবতা।