মানুষের কোন জাতিভেদ নেই মানুষের কোন জাতিভেদ থাকতে পারে না। পৃথিবীর যেকোনো দেশের অধিবাসী হোক মানুষের একমাত্র পরিচয় হলো সে মানুষ। সে বাঙালি, ইংরেজ, ফরাসি, জার্মান ,রাশিয়ান ,চীনা ,আমেরিকান যা কিছুই হোক সাদাকালো যে রঙেরই হোক তার সভ্য পরিচয় হলো সে মানুষ। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ। তার সৃষ্টিতে নেই কোন ভেদাভেদ নেই কোন ভেদ বৈষম্যের পার্থক্য রেখা। কিন্তু মানুষ রচনা করেছে মানুষের কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করেছে ঘৃণ্য জাতিভেদ। বিদ্যুট দিয়ে প্রণোদিত স্বার্থপর মানুষ সৃষ্টি করেছে মানুষী মানুষের বিষেদের দুর্ভেদ্য প্রাচীর এবং জগতের যতদূর সংঘাত যত কলঙ্কময় রক্তপাত তার মূলে আছে অবাঞ্ছিত মানসিক বৈষম্য।
Like
Comment
Share