তাতে দুঃখের মেখে থাকে। এই দুঃখের এড়িয়ে চলা সম্ভব। মানুষের কাম হলো সুখ কিন্তু সে সুখের গন্তব্য পৌঁছানোর পথটা সংগ্রাম সংকল্প। কষ্ট তাকে করতে হয় না হলে কেষ্ট মিলবে না। বিনাশ্রমে কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। শ্রমের মধ্যেই যাবতীয় অভিষ্ঠ লাভ এবং সুখের বীজ নিহিত। কিন্তু কষ্টের ভয়ে এ কাজ থেকে দূরে সরে থাকলে অভীষ্ট লাখ কখনোই সম্ভব নয়। বস্তুত ভালোমন্দ দুঃখ-বেদনা হাসি-কান্না বাধা বিঘ্ন আশা নিরাশা নিয়ে মানুষের জীবন। জীবনে আঘাত আসবে বিভিন্ন বাধা বিঘ্ন আসবে এটাই স্বাভাবিক।